আব্দুর রাজ্জাক রাজু,চুনারুঘাটঃ
বহু কাংখিত চুনারুঘাট উপজেলার ১নং গাজীপুর ইউপির ৮নং ওয়ার্ডের পশ্চিম ডুলনা গ্রামের (ভাঙ্গার বন) রবিউল সেতুটি আজ উদ্বোধন করেন বে-সামরিক বিমান পরিবহন ও পর্যটন প্রতিমন্ত্রী এড.মাহবুব আলী এমপি।দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রনালয় ৭৬ লক্ষ টাকা সেতু টি নির্মাণ করায় এলাকাবাসীর দীর্ঘদিনের স্বপ্ন বাস্তবায়ন হল।
(৩০ মার্চ)বৃহস্পতিবার বিকালে সেতুটি উদ্বোধন কালে প্রতিমন্ত্রী বলেন সরকার পর্য্যায়ক্রমে সমস্ত সেতু, কালভার্ট ও রাস্তা নির্মান করছে।তিনি সেতুটি নিহত রবিউলের নামে উৎস্বর্গ করেন।এবং রাস্তাটি দ্রুত পাকা করনের আশ্বাস দেন।
উল্লেখ্যে ২০১৭ সালের ১৩ জুলাই এই ছড়ার ভাঙ্গায় পরে স্কুল ছাত্র রবিউল নিখোঁজ হয়।এবং কয়েক ঘন্টা পর তার লাশ পাওয়া ।পরে এলাকাবাসী সেতুটি নির্মানের জন্য জোরদাবী করে আসছিলেন।এরই প্রেক্ষিতে সেতুটি অগ্রাধিকার দিয়ে নির্মান করেন স্থানীয় সাংসদ ও প্রতিমন্ত্রী এড. মাহবুব আলী।
এ রাস্তা দিয়ে হাজি ছুরত আলী সরকারী প্রাথমিক বিদ্যালয়,চন্দ্র মল্লিকা উচ্চ বিদ্যালয়,আমুরোড উচ্চ বিদ্যালয়, রাজার বাজার সরকারী উচ্চ বিদ্যালয়, আমুরোড বাজার,হাপ্টারহাওর,নালুয়া চাবাগানের পূর্বটিলাসহ প্রায় ৪ শতাধিক ছাত্রছাত্রী, যাতায়াত করে।এছাড়াও অত্র এলাকার বিভিন্ন ব্যবসায়ী,চুনারুঘাট উপজেলা-মুখী লোকজনও যাতায়াত করেন। সেতুটি নির্মাণ হওয়ায় বিশেষ করে বর্ষা মৌসুমে ছাত্রছাত্রীরা ও গ্রামের লোকজনের যাওয়া আসায় কষ্ট লাগব হয়েছে।
উদ্বোধনী অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান আলহাজ্ব আব্দুল কাদির লস্কর,উপজেলা নির্বাহী কর্মকর্তা সিদ্ধার্থ ভৌমিক,ভাইস চেয়ারম্যান লুৎফুর রহমান মহালদার,উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা প্লাবন পাল,উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আনোয়ার আলী,যুগ্ন সাধারন সম্পাদক আলহাজ্ব লুৎফুর রহমান চৌধুরী, স্থানীয় চেয়ারম্যান মোহাম্মদ আলী,সাবেক ছাত্র নেতা আঃ হাই প্রিন্স প্রমুখ।
সবশেষে চন্দ্রমল্লিকা উচ্চ বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা উসমান গণি কাজল এর বাড়িতে এক ইফতার মাহফিলে যোগ দেন প্রতিমন্ত্রী মাহবুব আলী।