শেখ মোঃ হারুনুর রশিদ,চুনারুঘাট থেকে:
নারী ক্ষমতায়ন দেশকে এগিয়ে নিয়ে যাচ্ছে।দেশের প্রধানমন্ত্রী থেকে শুরু করে বিভিন্ন মন্ত্রনালয়ের সচিব,ডিসি,এসপি,ইউএনওসহ বড় বড় সেক্টর গুলোতে নারীরা-ই নেতৃত্ব দিয়ে যাচ্ছেন।ভবিষ্যতে প্রধানমন্ত্রী রাষ্ট্র ক্ষমতায় থাকলে সেনাপ্রধান ও একজন নারী হতে পারেন।সেই পরিবেশ ফিরিয়ে এনেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।তিনি হবিগঞ্জ জেলা প্রশাসক ইশরাত জাহানের ভূয়সি প্রশংসা করে বলেন,আমাদের জেলা প্রশাসক প্রতিটি কাজেই অসাধারণ পারফরমেন্স রাখেন।মূলত দেশে নারী শিক্ষার কোন বিকল্প নেই।
বৃহস্পতিবার(৩০মার্চ) দুপুর ২টায় চুনারুঘাট পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের চার তলা বিশিষ্ট নতুন একাডেমিক ভবন উদ্বোধনকালে বিমান প্রতিমন্ত্রী আলহাজ্ব অ্যাডভোকেট মাহবুব আলী এসব কথা বলেন।অনুষ্ঠানের শুরুতেই প্রতিমন্ত্রীকে পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থীরা ফুলের তোড়া দিয়ে বরণ করেন।পরে স্থানীয় নেতৃবৃন্দের দাবী অনুযায়ী চুনারুঘাট পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়কে কলেজে রূপান্তরিত করা ও নতুন ভবন নির্মাণসহ শিক্ষাখাতে প্রয়োজনীয় সবকিছু দেয়ার আশ্বাস প্রধান করেন তিনি।
শুধু নতুন ভবন-ই না,পরবর্তী ধাপে আরো অনেক প্রতিষ্ঠান জাতীয়করণ করার চিন্তাধারা সরকারের আছে।সুতরাং নারী শিক্ষা প্রতিষ্ঠান হিসেবে ওই প্রতিষ্ঠানকে গুরুত্ব দেয়া হবে।নবনির্মিত ভবন উদ্বোধন উপলক্ষে পাইলট বালিকা উচ্চ বিদ্যালয় প্রাঙ্গনে অনুষ্ঠিত হয় আলোচনা সভা।সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা সিদ্ধার্থ ভৌমিক।
প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিমান পরিবহন ও পর্যটন প্রতিমন্ত্রী আলহাজ্ব অ্যাডভোকেট মাহবুব আলী এমপি।সুজিত চন্দ্র দেবের পরিচালনায় সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব আব্দুল কাদির লস্কর,সাবেক চেয়ারম্যান মোঃ আবু তাহের,প্রতিমন্ত্রীর একান্ত সচিব মোতাব্বির হোসেন বেলাল,জেলা শিক্ষা নির্বাহী প্রকৌশলী আরিফুল ইসলাম খান,উপজেলা ভাইস চেয়ারম্যান আলহাজ্ব লুৎফুর রহমান,মহিলা ভাইস চেয়ারম্যান আবিদা খাতুন,উপজেলা আওয়ামীলীগ সভাপতি আকবর হোসেইন জিতু,সাধারণ সম্পাদক মোঃ আনোয়ার আলী,থানা অফিসার ইনচার্জ ওসি মোঃ রাশেদুল হক,পৌর মেয়র সাইফুল আলম রুবেল,উপজেলা শিক্ষা অফিসার মোঃ কাওছার শোকরানা,পৌর আওয়ামীলীগের সভাপতি মোঃ আবু তাহের মিয়া,সাধারণ সম্পাদক মোঃ আবুল খায়ের,উপজেলা আওয়ামীলীগের যুগ্ন সাধারণ সম্পাদক সজল দাস,লুৎফুর রহমান চৌধুরী, উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার আব্দুস সামাদ,উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা প্লাবন পাল,আওয়ামীলীগ নেতা ইমান আলী,রাণীগাঁও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোস্তাফিজুর রহমান রিপন,দেওরগাছ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান রুমন ফরাজী, জেলা যুবলীগের শিল্প ও বাণিজ্য বিষয়ক সম্পাদক জিল্লুল কাদির লস্কর রিমন,উপজেলা কৃষক লীগ সভাপতি মুজিবুর রহমান,সাধারণ সম্পাদক জামাল হোসেন,পৌর যুবলীগের যুগ্ন আহ্বায়ক মাজেদুল হোসেন লুবন,সাটিয়াজুরী ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক ও বিশিষ্ট শিল্পপতি সেলিম আহমেদ প্রমূখ।
এর আগে বেলা ১১ টায় দেওরগাছ ইউনিয়নের অগ্রণী উচ্চ বিদ্যালয়ের নবনির্মিত ভবনের শুভ উদ্বোধন ও পরে বিকাল ৩ টায় গাজীপুর ইউনিয়নে রবিউল সেতু উদ্বোধন কার্যক্রম শেষে বিকাল সাড়ে ৪টায় ইকরতলী গাউসিয়া আছাদ আলী সুন্নিয়া দাখিল মাদ্রাসার বিভিন্ন অনুষ্ঠানে যোগদান করেন প্রতিমন্ত্রী।