লাখাই প্রতিনিধি :
লাখাইয়ে জোরপূর্বক অলিখিত স্ট্যাম্পে দস্তখত নেওয়ায় ও প্রাননাশের হুমকীর বিষয়ে মামলার আসামী উপজেলার বামৈ ইউনিয়ন এর বামৈ পশ্চিম গ্রামের মৃত আরজু মিয়ার ছেলে ফুরুক মিয়াকে আটক করেছে থানা পুলিশ।
লাখাই থানার পুলিশ সুত্রে জানা যায় গত ৯ মার্চ/ ২৩ দুপুর সাড়ে ১২টায় মৃত আরজু মিয়ার ছেলেরা দলবদ্ধ হয়ে বাদী টিটু দেব কে মারপিট করতঃ প্রাণনাশের হুমকি দিয়ে অলিখিত ষ্ট্যাম্পে দস্তখত নেয় আসামীরা। এ ঘটনার পরিপ্রেক্ষিতে বাদী টিটু দেব লাখাই থানায় মামলা দায়ের করে।
লাখাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ নুনু মিয়ার দিকনির্দেশনায় উপ-পরিদর্শক (এস আই) দেবাশীষ তালুকদার সঙ্গীয় পুলিশ ফোর্স সহ গোপন তথ্যের ভিওিতে সোমবার ( ২৭ মার্চ) দিবাগত রাতে অভিযান চালিয়ে বামৈ পশ্চিম গ্রামের মৃত আরজু মিয়ার ছেলে ফুরুক মিয়া(৪৫) কে তার বসত ঘর থেকে গ্রেপ্তার করে থানায় নিয়ে আসে। গ্রেপ্তারকৃত আসামীকে মঙ্গলবার (২৮ মার্চ) হবিগঞ্জ জেলা সদরে সংশ্লিষ্ট আদালতে সোপর্দ করা হয়েছে।
আসামী গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন লাখাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ নুনু মিয়া।