ষ্টাফ রিপোর্টারঃ চুনারুঘাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার ডাঃ মোজাম্মেল হোসেনের বিরুদ্ধে একটি মিথ্যা সংবাদ প্রকাশ হওয়ায় চুনারুঘাটের জনমনে ব্যাপক প্রতিক্রিয়ার সৃষ্টি হয়েছে। চুনারুঘাটে জনৈক মোঃ ওয়াহেদ আলী ইউনানী কোম্পানী এপসমের একজন প্রতিনিধি হিসেবে কর্মরত আছেন। দীর্ঘদিন ধরে তিনি এ কোম্পানীতে কাজ করে আসছেন। গত ২৪ জুন দুপুর ১২ টায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার ডাঃ মোজাম্মেল হোসেনের কক্ষে প্রবেশ করার সময় এক রোগীর আত্মীয় সুজন মিয়ার সাথে ধাক্কা লাগে এসময় দুজনের মধ্যে হাতাহাতির সৃষ্টি হয়। পরে ওয়াহেদ আলী নিজের স্বার্থ হাসিলের জন্য ডাঃ মোজাম্মেল এর বিরুদ্ধে তার ৮-১০ জন আত্মীয় স্বজন নিয়ে মিছিল করার চেষ্টা করলে এলাকাবাসীর মধ্যে বিরূপ প্রতিক্রিয়ার সৃষ্টি হয়। গত ২৫ জুন হবিগঞ্জ থেকে প্রকাশিত বিভিন্ন স্থানীয় দৈনিক পত্রিকায় ডাঃ মোজাম্মেলের অপসারনের দাবিতে চুনারুঘাটে মিছিল শিরোনামে একটি সংবাদ প্রকাশিত হলে চুনারুঘাটের বিভিন্ন পেশাজীবি ও সাংবাদিক সমাজের মধ্যে ব্যাপক প্রতিক্রিয়ায় সৃষ্টি হয়। এলাকাবাসী ও সাংবাদিক সমাজ এর তীব্র প্রতিবাদ ও নিন্দা জ্ঞাপন করেন।