স্টাফ রিপোর্টার :
মহান স্বাধীনতা ও জাতীয় দিবসে শরীর চর্চা প্রদর্শনীতে জহুর চান বিবি মহিলা কলেজ উপজেলা পর্যায়ে প্রথম স্থান অধিকার করেছে।
কলেজ মাঠে উপজেলা প্রশাসন আয়োজিত অনুষ্ঠানে উচ্চ মাধ্যমিক শাখায় শরীর চর্চা প্রদর্শনীতে কলেজের ছাত্রীরা বঙ্গবন্ধুর ভাষণ, মুক্তিযুদ্ধ, গণহত্যা, বিজয় অর্জন ও বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনার চরিত্র উপস্থাপন করে।
অনুষ্ঠান শেষে প্রধান অতিথি উপজেলা চেয়ারম্যান আব্দুর রশিদ তালুকদার ইকবাল, সভাপতি উপজেলা নির্বাহী অফিসার নাজরাতুন নাঈম, উপজেলা ভাইস চেয়ারম্যান গাজীউর রহমান ইমরান, মুক্তা আক্তারসহ অতিথিবৃন্দ পুরস্কার তুলে দেন।
পুরস্কার গ্রহণ করেন কলেজ অধ্যক্ষ মোহাম্মদ আব্দুল্লাহ আল মামুন, স্কাউটের দায়িত্ব প্রাপ্ত প্রভাষক সুবর্না সাহা ও অনুষ্ঠানে অংশ গ্রহণকারী ছাত্রীরা।
স্বাধীনতা দিবস উপলক্ষে ২৬ মার্চ সকালে জাতীয় পতাকা উত্তোলন করা হয়, রেলওয়ে পার্কিংয়ে অবস্থিত জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ম্যুরালে শ্রদ্ধাঞ্জলি প্রদান করা হয়, উপজেলা প্রশাসনের অনুষ্ঠানে অংশগ্রহণ, জোহরের নামাজের পর সাবাসপুর জামে মসজিদে বিশেষ মোনাজাত ও কলেজে আলোকসজ্জা করা হয়।