লাখাই প্রতিনিধি :
হবিগঞ্জের লাখাইয়ে পুলিশের অভিযানে নারী ও শিশু নির্যাতন মামলার পলাতক আসামী মর্তুজ আলী, মোছাঃ কারিমা খাতুন ও ছালেক মিয়াকে গ্রেপ্তার করেছে পুলিশ।
লাখাই থানা পুলিশ সুত্রে জানা যায় লাখাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ নুনু মিয়ার দিকনির্দেশনায় এ এস আই আবেদ আলী সঙ্গীয় পুলিশ ফোর্স সহ রবিবার (১৯ মার্চ) দিবাগত রাতে বামৈ পূর্ব গ্রামে অভিযান চালিয়ে নারী ও শিশু নির্যাতন মামলার পলাতক আসামী জসিম মিয়ার ছেলে মর্তুজ আলী, মর্তুজ আলীর স্ত্রী মোছাঃ কারিমা খাতুন ও মনছুর মিয়ার ছেলে ছালেক মিয়াকে তাদের বাড়ী থেকে গ্রেপ্তার করে থানায় নিয়ে আসে। গ্রেপ্তারকৃত আসামীদেরকে সোমবার (২০মার্চ) হবিগঞ্জ জেলা সদরে সংশ্লিষ্ট আদালতে সোপর্দ করা হয়েছে।
এ ব্যাপারে লাখাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) মোহাম্মদ নুনু মিয়ার সাথে যোগাযোগ করলে তিনি গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন।