আলমগীর কবির,মাধবপুর( হবিগঞ্জ) প্রতিনিধি :
দেশ সেরা শিক্ষা কর্মকর্তা নির্বাচিত হলেন মাধবপুর উপজেলার শিক্ষা কর্মকর্তা মোঃ ছিদ্দিকুর রহমান।
এ উপলক্ষে সোমবার (২০ মার্চ) উপজেলা পরিষদের পক্ষ থেকে মাসিক সাধারণ সভায় ওই কর্মকর্তাকে ফুলেল সংবর্ধনা ও ক্রেস্ট প্রদান করা হয়।
এ সময় মোঃ ছিদ্দিকুর রহমানকে ক্রেস্ট প্রদান করেন উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব সৈয়দ মোঃ শাহজাহান।
সংবর্ধনা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মাধবপুর উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মো.মনজুর আহসান,পৌর মেয়র হাবিবুর রহমান মানিক,ভাইস চেয়ারম্যান মুজিবুর রহমান ওয়াসিম, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ ইশতিয়াক আল মামুন, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডঃ আব্দুর সাত্তার বেগ, সমাজসেবা কর্মকর্তা আশরাফ আলী, উপজেলা প্রকৌশলী শাহ আলম, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা পিয়ারা বেগম, চেয়ারম্যান আলাউদ্দিন, মাহবুর রহমান সোহাগ, সৈয়দ সোহেল, মাসুদ খান, পারভেজ চৌধুরী প্রমুখ।
মোঃ ছিদ্দিকুর রহমান মাধবপুর উপজেলা শিক্ষা কর্মকর্তা হিসেবে সুনামের সঙ্গে দায়িত্ব পালন করে আসছেন। সহকর্মীদের চোখে তিনি বেশ বিনয়ী ও কাজ পাগল একজন মানুষ।
প্রাথমিক শিক্ষা অধিদপ্তর হতে ১২ মার্চ রবিবার কাজের স্বীকৃতি স্বরূপ তাঁকে জাতীয় প্রাথমিক শিক্ষা পদক ২০২২ দেশ সেরা শিক্ষা কর্মকর্তা হিসেবে নির্বাচিত করা হয়।