মাধবপুর (হবিগঞ্জ)প্রতিনিধি :
মায়ের স্কুটি দিয়ে বাবার সঙ্গে নানার বাড়ি থেকে বাড়ি ফেরার সময় সাদিয়া( ১০)নামে এক ৫ম শ্রেণীর ছাত্রী টাক্টরের চাকায় পৃষ্ট হয়ে প্রান দিতে হয়েছে।
এ ঘটনায় বাবা আব্দুল কাইয়ুম গুরুত্বর আহত হয়ে হবিগঞ্জ সদর হাসপাতালে পাঠানো হয়।
সোমবার দুপুরে মাধবপুর-নাসিরনগর সড়কের আদাঐর গ্রামের নিকট এঘটনা ঘটে।
নিহত সাদিয়া মাধবপুর উপজেলার সম্পদপুর গ্রামের আব্দুর কাইয়ুম ও সংরক্ষিত নারী আসনের ইউপি সদস্য মিনারা খাতুনের মেয়ে।
মাধবপুর থানার ওসি আব্দুর রাজ্জাক দৈনিক শায়েস্তাগঞ্জকে জানান আব্দুর কাইয়ুম তার মেয়ে কে নাসিরনগর উপজেলার ঘুনিয়াক গ্রামে শশুর বাড়ি থেকে স্কুটি যোগে বাড়ি ফিরছিলেন। আদাঐর গ্রামের নিকট আসতে পিছন থেকে আসা একটি টাক্টরের সঙ্গে ধাক্কা লাগে এতে সাদিয়া ছিটকে পড়ে টাক্টরের চাকায় পৃষ্ট হয়ে ঘটনাস্থলে নিহত হয়।
আব্দুল কাইয়ুম কে উদ্বার করে মাধবপুর উপজেলা স্বাস্হ্য কমপ্লেক্স এ নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাকে হবিগঞ্জ সদর হাসপালে প্রেরণ করেছে।সাদিয়ার লাশ পুলিশ হেফাজতে রয়েছে।