বাহুবল (হবিগঞ্জ) প্রতিনিধি:
প্রধানমন্ত্রী শেখ হাসিনা কর্তৃক তৃতীয় পর্যায়ের অবশিষ্ট ও ৪র্থ পর্যায়ের জমিসহ গৃহ হস্তান্তর উপলক্ষে বাহুবল উপজেলা প্রশাসনের প্রেস ব্রিফিং অনুষ্টিত হয়েছে।
সোমবার ২০ মার্চ দুপুর ১২টায় উপজেলা নির্বাহী অফিসারের কনফারেন্স রুমে এ প্রেস ব্রিফিং অনুষ্ঠিত হয়।
উপজেলা নির্বাহী অফিসার মহুয়া শারমিন ফাতেমার সভাপতিত্বে ও সহকারী কমিশনার ( ভুমি) রুহুল আমিনের সঞ্চালনায় প্রেসব্রিফিংয়ে উপস্থিত ছিলেন, উপজেলা চেয়ারম্যান সৈয়দ খলিলুর রহমান, মহিলা ভাইস চেয়ারম্যান নিলুফার ইয়াসমিন, বাহুবল মডেল থানার ইন্সপেক্টর (তদন্ত) প্রজিত কুমার দাস, বাহুবল মডেল প্রেসক্লাবের সভাপতি নুরুল ইসলাম নুর, ডাঃ নাফিসা মনির, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা তাজুল ইসলাম, প.প. কর্মকর্তা আব্দুল হামিদ, উপ সহকারী প্রকৌশলী মোজাক্কিরুল ইসলাম এবং প্রিন্ট ও ইলেক্ট্রনিক মিডিয়ায় কর্মরত সাংবাদিক বৃন্দ।
প্রেসব্রিফংয়ে উপজেলা নির্বাহী অফিসার জানান, আগামী ২২ মার্চ স্নানঘাট ইউনিয়নের দফে মুদাফরপুর মৌজায় ৩৫ টি, সাতকাপন ইউনিয়নের হরহরিয়া মৌজার ৩৭টি, লামাতাশি ইউনিয়নের ধুনিয়াখালি মৌজার ২৫টি ও মিরপুর ইউনিয়নের শ্রীপুর মৌজায় ৪০ টি ঘর সহ মোট ১৩৭টি ঘর-ক, শ্রেনীর ভুমিহীনদের মাঝে হস্তান্তর করা হবে।