হবিগঞ্জ প্রতিনিধি : হলুদ রঙে রাঙানো আকর্ষণীয় সুগন্ধী যুক্ত অধিক ভিটামিন সমৃদ্ধ ফলের রাজা আম বিষক্ত ফরমালিনে হবিগঞ্জের বাজর সয়লাব। হিম সাগর, ল্যাংড়ি আশ্বনা, ফজলি, মল্লিকা, আমরোপালী,লাক্ষণ ভোগ ও বউসুন্দরী জাতের আম পচন রোধে ও অধিক মোনাফা লাভের উদ্যেশেফরমালিন মেশানো হচ্ছে।
আম বেশি দিন রেখে বাজারে বিক্রি করার লক্ষ্যে অসাধু ব্যবসায়ীরা মানবদেহে ক্ষতিকর এমন বিষাক্ত ক্যামিকেল ব্যবহার করছে। ফরমালিন যুক্ত আম খেয়ে রোজাদার সাধারণ মানুষ বিভিন্ন সমস্যায় ভোগছেন। কেউ বলে বাজারের আম খেয়ে গলায় ধরে কেউ বলছেন গা চুকায়। সদর উপজেলার তেঘরিয়া ইউপি সদস্য আব্দুর রহিম জানান, তিনি দু’দিন আগে কয়েক কেজে আম কিনেছিলেন। সেহেরীতে খাওয়ার সময় আম কাটলেন। আমের শাঁস শক্ত হয়ায় টুকরো টুকরো করে খাইয়ে নিলেন।আম খাওয়ায় তার মূখ ও গলায় চুলাকানি শুরু হয়। ওই গ্রামের মোঃ নূর উদ্দিন জানান, দেখতে সুন্দর আকর্ষনীয় ফল আম খেয়ে আমার শরীর চুকায়, পেটে গ্যাস বৃদ্ধি পেয়েছে ও বুক জ্বালা পুড়া করে। অনুরুপ কথা বলেন ওই গ্রামের আব্দুর রশিদ মিয়া।
ভাদৈ গ্রামের আম ব্যবসায়ী মোঃ শফিক মিয়া জানান, আড়ৎ থেকে আম পাইকারী মূল্যে ক্রয় করে খুচরা বাজারে ভোক্তাদের কাছে বিক্রি করি। আমে বিষাক্ত ফরমালিন আছে কি না আমরা তা জানি না।