বাহার উদ্দিন, লাখাই থেকে :
লাখাইয়ে তিন দিন ব্যাপী ৫ম উপজেলা কাব ক্যাম্পুরী- ২০২৩ এর সমাপনী ও মহা তাঁবু জলসা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (১৮ মার্চ) সন্ধা ৮ঘটিকায় উপজেলা কালাউক উচ্চ বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত সমাপনী ও মহা তাঁবু জলসা অনুষ্ঠান বাংলাদেশ স্কাউটস লাখাই শাখার কমিশনার ও বুল্লা সিংহগ্রাম বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক ফজলুল করিমের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়।
বাংলাদেশ স্কাউটস লাখাই উপজেলা কর্তৃক আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্তিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) নাহিদা সুলতানা, বিশেষ অতিথি হিসাবে উপস্তিত ছিলেন শিক্ষা কর্মকর্তা মাহমুদুল হক।
স্বাগত বক্তব্য রাখেন উপজেলা স্কাউটস সম্পাদক হেমেন্দ্র চন্দ্র দাস। আরোও বক্তব্য রাখেন উপজেলা সহকারী শিক্ষা কর্মকর্তা মোঃ আরিজ মিয়া,কালাউক উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুল মোতালেব, উপজেলা ক্রীড়া সংস্থার সম্পাদক ফজলে এলাহি ফরহাদ, উপজেলা আওয়ামিলীগ সহসভাপতি আব্দুল মতিন,।
সভায় প্রধান অতিথি ইউ,এন,ও নাহিদা সুলতানা কাব দলের পারফরম্যান্স প্রত্যক্ষ করেন এবং এর ভূয়সী প্রসংশা করেন।তিনি বলেন কাব দলের মাধ্যমে শিক্ষার্থীদের মধ্যে মানবিক মূল্যবোধের বিকাশ ঘটে।তাদের মধ্যে আত্নবিশ্বাস,নিয়মানুবর্তিতা ও কর্তব্যপরায়নতা বৃদ্ধি পায়।আদর্শ মানুষ হিসাবে গড়ে উঠায় কাব অনন্য ভূমিকা পালন করে থাকে।