হবিগঞ্জ প্রতিনিধি : হবিগঞ্জের পুলিশ সুপার জয়দেব কুমার ভদ্র বলেছেন, “বর্তমানে পুলিশ বাহিনীতে অনেক নারী নিয়োগ পাচ্ছেন। আসন্ন ঈদ বাজারে ইভটিজারদের ধরার জন্য সুন্দরী কনস্টেবলদের দিয়ে সাদা পোশাকে বিভিন্ন টিম করে কাজে লাগানো হবে।”
বুধবার পবিত্র মাহে রমজান ও ঈদুল ফিতর উপলক্ষে আইন-শৃঙ্খলা ও হবিগঞ্জ শহরে যানজট সংক্রান্ত মতবিনিময় সভায় সভাপতির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
এ সময় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন- হবিগঞ্জ চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রি প্রেসিডেন্ট মোতাচ্ছিরুল ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার শহীদুল ইসলাম, প্রেস ক্লাব সভাপতি শোয়েব চৌধুরী, এ্যাডভোকেট শাহ ফখরুজ্জামান প্রমুখ।