দিলোয়ার হোসাইন,বানিয়াচং:
হবিগঞ্জের বানিয়াচংয়ে গভীর রাতে আগুনে পুড়ে আটটি বসতঘর ভস্মীভূত হয়েছে। এঘটনায় প্রায় ৩০ লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে ক্ষতিগ্রস্থরা জানিয়েছেন।
বানিয়াচং উপজেলার ১ নম্বর উত্তর-পূর্ব ইউনিয়নের নাগেরখানা গ্রামে আগুন লাগার ঘটনাটি ঘটেছে।
বৃহস্পতিবার দিবাগত গভীর রাত সাড়ে ৪টায় আগুনের সূত্রপাত ঘটে।
খবর পেয়ে স্থানীয় ফায়ার ব্রিগেডের লোকজন আগুন নেভানোর কাজ করে নিয়ন্ত্রনে নিয়ে আসে।
ঘটনাস্থল সরেজমিনে পরিদর্শন করেছেন স্থানীয় সংসদ সদস্য এডঃ আব্দুল মজিদ খান,উপজেলা পরিষদ চেয়ারম্যান আবুল কাসেম চৌধুরী,উপজেলা নির্বাহী অফিসার পদ্মাসন সিংহ,জেলা পরিষদ সদস্য ইমরান হাসান,ভাইস চেয়ারম্যান হাসিনা আক্তার।
খবর পেয়ে তাৎক্ষনিকভাবে স্থানীয় ত্রান ও দূর্যোগ শাখা(পিআইও অফিস) ক্ষতিগ্রস্থ লোকজনের মধ্যে শুকনো খাবার ও কম্বল বিতরণ করেছে।
এ সময় উপজেলা পরিষদ চেয়ারম্যান আবুল কাসেম চৌধুরী ব্যাক্তিগত তহবিল থেকে নগদ ২০ হাজার টাকা বিতরণ করেন।
বড়বাজার ব্যাবসায়ী কল্যাণ সমিতির পক্ষ থেকে ৮ বস্তা চাউল বিতরণ করা হয়েছে। আগুন লাগার সুনির্দিষ্ট কারণ জানা যায়নি।
এ ব্যাপারে অগ্নিকাণ্ডের প্রত্যক্ষদর্শী শেখ নূরুল ইসলাম জানান, গভীর রাতে আগুন লেগেছে। তবে আমরা কেউ নিশ্চিত নই কিভাবে আগুন লেগেছে।