আলমগীর কবির,মাধবপুর প্রতিনিধি :
প্রাথমিক শিক্ষার ক্ষেত্রে বিশেষ অবদান রাখায় দেশের শ্রেষ্ঠ শিক্ষা কর্মকর্তা ছিদ্দিকুর রহমানকে বিভিন্ন দপ্তরের পক্ষ থেকে সংবর্ধনা দেওয়া হয়েছে।
আজ সোমবার দুপুরে হবিগঞ্জের মাধবপুর শিক্ষা বিভাগের আয়োজনে এ সংবর্ধনা দেওয়া হয়।
সহকারী উপজেলা শিক্ষা কর্মকর্তা মোঃ রফিকুল ইসলাম ও সহকারী শিক্ষক মোঃ মাহমুদুল হাসান রনি’র সঞ্চালনায় অনুষ্টানে বক্তব্য রাখেন জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মোঃ গোলাম মওলা। অন্যান্যদের মাঝে বক্তব্য রাখেন প্রাণী সম্পদ কর্মকর্তা ড. আব্দুস সাত্তার বেগ, কৃষি কর্মকর্তা হাসান আল মামুন, সমাজ সেবা কর্মকর্তা আশরাফ আলী তাপস, মাধবপুর প্রেসক্লাব সভাপতি মোহাম্মদ অলিদ মিয়া, শিক্ষক মাসুদুল হাসান, আবু তাহের, এসএম সামছুর রহমান, বিজয় ভট্টাচার্য, , সৈয়দ মোস্তাফিজুর রহমান, বিশ্বজিৎ ভট্টাচার্য, অনুপ কুমার রায়।
পরে প্রাথমিক শিক্ষা বিভাগ, মাধবপুর উপজেলা শিক্ষক কল্যান সমিতি, মাধবপুর প্রেসক্লাব, দপ্তরী কাম প্রহরী সমিতি, ক্রিয়েটিভ ডিজিটাল সাইনের পক্ষ থেকে ক্রেস্ট প্রদান শেষে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্টানে সঙ্গীত পরিবেশ করা হয় ।