আনোয়ার হোসেন মিঠু, নবীগঞ্জ :
ঢাকা-সিলেট মহাসড়কের নবীগঞ্জ উপজেলার ফুলতলী বাজার নামক স্থানে শুক্রবার(১০ মার্চ) বিকালে মোটরসাইকেল দুর্ঘটনায় সুবেদ আলম(৩৫) নামের এক যুবলীগ নেতা নিহত হয়েছেন। তার মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
সুত্রে জানা যায়, উপজেলার ইনাতগঞ্জ ইউনিয়নের লালাপুর গ্রামের হাজী ইরফান উল্লাহর ছেলে যুবলীগ নেতা সুবেদ আলম শুক্রবার (১০ মার্চ) মোটরসাইকেল যোগে নবীগঞ্জ থেকে বাহুবল উপজেলায় যাবার পথে ঢাকা-সিলেট মহাসড়কের নবীগঞ্জ উপজেলার গজনাইপুর ইউনিয়নের ফুলতলী বাজারে পৌঁছামাত্র বিপরীত দিক থেকে আসা একটি যাত্রীবাহী বাসের সাথে ধাক্কা লাগলে মোটরসাইকেল আরোহী সুবেদ আলম গুরুতর আহত হন। স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসারত অবস্থায় সন্ধ্যা ৭ টায় সেখানে তার মৃত্যু হয়। তার মৃত্যুর খবরে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।