আবুল হাসান ফায়েজ :
হবিগঞ্জের মাধবপুর উপজেলার ১১ নং বাঘাসুরা ইউনিয়নের বাখরনগর হাফিজিয়া মাদ্রাসার বার্ষিক সভা ও পাগড়ী প্রদান উপলক্ষে সুন্নী মহাসম্মেলন।
আজ রবিবার (৫ই মার্চ) বাখরনগর হাফিজিয়া মাদ্রাসার মাঠ প্রাঙ্গনে বাদ আছর হতে মধ্যরাত পর্যন্ত সুন্নী মহা সম্মেলন উপলক্ষে আলোচনা চলবে ও অত্র মাদ্রাসার হাফেজ ছাত্রদেরকে পাগড়ী প্রদান করা হবে।
উক্ত আলোচনা সভায়রত্ন আওলাদে রাসূল সৈয়দ মোনওয়ার বখ্ত রিহা সাহেব(খান্দুরা হাংবলী), প্রধান অতিথি বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ, মোতাচ্ছিরে কোরআন হযরত মাওলানা আবু কালাম সৈয়দ ওবায়দুর রহমান সাহেব ( পীর সাহেব ছালেহাবাদ দরবার শরীর)। বিশেষ অতিথি বিশিষ্ট লেখক ও গবেষক মোতাচ্ছির কোরআন হযরত মাওলানা মুফতি আলমগীর হোসাইন সাইফী সাহেব।
সভাপতি হিসেবে উপস্থিত থাকবেন মোঃ আনু মিয়া মীর, মোঃ ফরিদ মিয়া ও প্রধান বক্তা হযরত মাওঃ এম কে রেদওয়ান রেজা আলক্বাদরী সাহেব ঢাকা।
উক্ত মাদ্রাসার কমিটির পক্ষ থেকে
সুন্নী-মহাসম্মেলন সকল ধর্ম প্রাণ মুসল্লীদের দাওয়াত করা হল।