চুনারুঘাট (হবিগঞ্জ) প্রতিনিধি:
হবিগঞ্জের চুনারুঘাটে জাতীয় দৈনিক আমার সংবাদের ১১তম প্রতিষ্ঠা বার্ষিকী পালন করা হয়েছে।
বৃহস্পতিবার দুপুর ১২টায় চুনারুঘাট প্রেসক্লাব ভবনে চুনারুঘাট প্রেসক্লাবের সভাপতি মোঃ জামাল হোসেন লিটনের পরিচালনায় কেক কাটা অনুষ্ঠানের মাধ্যমে দৈনিক আমার সংবাদের প্রতিষ্ঠা বার্ষিকী পালন করা হয়।
দৈনিক আমার সংবাদের চুনারুঘাট প্রতিনিধি মীর জামালের আয়োজিত অনুষ্ঠানে বক্তব্য রাখেন চুনারুঘাট উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব আব্দুল কাদির লস্কর, উপজেলা নির্বাহী কর্মকর্তা সিদ্ধার্থ ভৌমিক, পৌর মেয়র মোঃ সাইফুল আলম রুবেল, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা প্লাবন পাল, উপজেলা সমাজসেবা কর্মকর্তা বারীন্দ্র রায়, উপজেলা নির্বাচন কর্মকর্তা দ্বীপক কুমার রায়, উপজেলা পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক প্রণয় কুমার পাল।
চুনারুঘাট প্রেসক্লাব যুগ্ম সম্পাদক মনিরুজ্জামান তাহের, ওয়াহিদুল ইসলাম জিতুসহ অন্যান্যের মাঝে নূর উদ্দিন সুমন, মিজানুর রহমান মিজান, শংকর শীল, আব্দুল জাহির মিয়া প্রমুখ উপস্থিত ছিলেন। পরে আগত অতিথিরা কেক কেটে পত্রিকাটির প্রতিষ্ঠা বার্ষিকী পালন করে।