শায়েস্তাগঞ্জ প্রতিনিধি :
হবিগঞ্জের শায়েস্তাগঞ্জে ডিগ্রী কলেজে নবাগত ছাত্র ছাত্রীদের বরণ ও বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পূরষ্কার বিতরন অনুষ্ঠিত হয়েছে।
রবিবার সকালে কলেজ প্রাঙ্গণে কলেজ পরিচালনা কমিটির সভাপতি ও উপজেলা নির্বাহী অফিসার নাজরাতুন নাঈমের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হবিগঞ্জ -৩ আসনের সংসদ সদস্য আলহাজ্ব এডভোকেট মোঃ আবু জাহির।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শায়েস্তাগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান আব্দুর রশিদ তালুকদার ইকবাল।
অনুষ্ঠানে শুভেচ্ছা বক্তব্য রাখেন শায়েস্তাগঞ্জ ডিগ্রী কলেজের অধ্যক্ষ আজিজুল হাসান চৌধুরী,
বক্তব্য রাখেন শায়েস্তাগঞ্জ উপজেলা ভাইস চেয়ারম্যান গাজিউর রহমান ইমরান, মহিলা ভাইস চেয়ারম্যান মোছাঃ মুক্তা আক্তার, শায়েস্তাগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাজমুল হক কামাল, ম্যানচেস্টার আওয়ামীলীগের সাধারন সম্পাদক এডভোকেট মীর গোলাম মোস্তফা,উপজেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক হোসাইন মোহাম্মদ আদিল জজ, প্রবীন আওয়ামীলীগ নেতা শেখ মুজিবুর রহমান, কলেজ পরিচালনা কমিটির সদস্য এডভোকেট হুমায়ুন কবির সৈকত, জেলা পরিষদের সাবেক সদস্য আব্দুল্লাহ সরদার, উপজেলা যুবলীগের সভাপতি ফজল উদ্দিন তালুকদার, কলেজ পরিচালনা কমিটির সদস্য রাহেল মিয়া সরদার, মাওলানা আবু তাহের, জেলা ছাত্রলীগের সাধারন সম্পাদক ফয়জুর রহমান রবিন,
এছাড়াও বক্তব্য রাখেন কলেজ ছাত্রলীগের সভাপতি জয়নাল সরদার, যুগ্ম সাধারন সম্পাদক সৈয়দ সৈকত, সাংগঠনিক সম্পাদক নুরুল হক লিটন, কলেজ ছাত্রলীগ নেতা নুরুল হক কবির, তুষার তালুকদার প্রমুখ।
অনুষ্ঠানের প্রধান অতিথি এমপি আবু জাহির বলেন শীঘ্রই শায়েস্তাগঞ্জ ডিগ্রী কলেজ কে সরকারীকরণ করা হবে। সরকারি হলে তোমাদের লেখাপড়ার খরচ অনেকটা কমে যাবে। তোমারা সাধারন পড়াশোনার পাশাপাশি কারিগরি শিক্ষায় মনোনিবেশ করবে।
তোমারদের নিয়েই বর্তমান সরকার স্মার্ট বাংলাদেশ গড়বে।
তিনি আরো বলেন অনেকই স্বপ্ন দেখে দেশ দেউলিয়া হয়ে যাবে। তাদের স্বপ্ন কখনো পুরণ হবে না। বিশ্বে মন্দা চললেও প্রধানমন্ত্রী শেখ হাসিনার ডায়নামিক নেতৃত্বে বাংলাদেশ উন্নত দেশ হিসেবে মর্যদা লাভ করেছে।
আগামীতেও শেখ হাসিনার নৌকায় ভোট দিতে সকলের প্রতি আহব্বান জানান তিনি।