মাধবপুর (হবিগঞ্জ )প্রতিনিধিঃ
হবিগঞ্জের মাধবপুরে ২২টি চোরাই মোবাইলসহ রাফি নামের এক যুবককে গ্রেফতার করেছে মাধবপুর থানা পুলিশ।
থানা সূত্রে জানা যায় ,বুধবার সন্ধ্যায় মাধবপুর থানা পুলিশের বিশেষ অভিযানে হরষপুর (তেলিয়াপাড়া) পুলিশ ফাঁড়ির এসআই (নিঃ) অনিক চন্দ্র দবে সঙ্গীয় অফিসার ফোর্স সহ বিশেষ অভিযান পরিচালনা করে মাধবপুর থানাধীন আন্দিউড়া গ্রামের দাসপাড়া এলাকার জনৈক রতন দাস এর বসত বাড়ীর দক্ষিন পাশের কাঁচা রাস্তা থেকে রাফিকে চোরাইকৃত বিভিন্ন মডেলের ২২টি স্মার্ট মোবাইল, (মূল্য- অনুমান ৩,৮৪,০০০/- টাকা) সহ আটক করা হয়। গ্রেফতারকৃত আসামী উপজেলার আন্দিউড়া ইউনিয়নের স্বপন চৌধুরীর ছেলে রাফি চৌধুরী(২৬)।
মাধবপুর থানার অফিসার ইনচার্জ আব্দুর রাজ্জাক জানান,
গ্রেফতারকৃত আসামীর বিরুদ্ধে নিয়মিত মামলা রুজু করতঃ আসামীকে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।