স্টাফ রিপোর্টার :
হবিগঞ্জ জেলা আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট মোঃ আবু জাহির এমপি বলেছেন, পাকিস্তানি শাসক গোষ্ঠী উর্দুকে বাঙালিদের ওপর চাপিয়ে দেওয়ার চেষ্টা করেছিল। অবশেষে অনেক রক্ত দিয়ে ভষার অধিকার পায় বাঙালি।
এ ইতিহাস আমাদের তরুণ প্রজন্মের জানা দরকার।
মহান শহিদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস-২০২৩ উপলক্ষে হবিগঞ্জ জেলা প্রশাসনের আলোচনা সভা, পুরস্কার বিতরণী ও সাংস্কৃতিক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন।
এমপি আবু জাহির আরও বলেন, বাঙালি সন্তানদের অনেক যোগ্যতা থাকা সত্ত্বেও পাকিস্তানীরা তঁাদের মেধার মূল্যায়ন করেনি। তঁাদেরকে ভাল কোন পদে চাকুরীর সুযোগ দেয়নি। এরপর জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নেতৃত্বে নয় মাস রক্তক্ষয়ী যুদ্ধের মধ্য দিয়ে আমরা মহান স্বাধীনতা পেয়েছি। এদেশে বঙ্গবন্ধুর জন্ম হয়েছে বলেই আমরা ভাষার অধিকার ও স্বাধীনতা পেয়েছি।
অনুষ্ঠানে জেলা প্রশাসক ইশরাত জাহানের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন প্রাক্তণ অতিরিক্ত সচিব ও হবিগঞ্জের সাবেক জেলা প্রশাসক মাহমুদ হাসান, হবিগঞ্জের পুলিশ সুপার এসএম মুরাদ আলি, বৃন্দাবন সরকারি কলেজের অধ্যক্ষ মোঃ মাসুদুল হাসান, সরকারি মহিলা কলেজের অধ্যক্ষ মোঃ নজরুল ইসলাম ভূইয়া, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মোঃ আলমগীর চৌধুরী, হবিগঞ্জ পৌরসভার মেয়র আতাউর রহমান সেলিম, সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান মোঃ মোতাচ্ছিরুল ইসলাম ও বীর মুক্তিযোদ্ধা গৌর প্রসাদ রায়।
পরে প্রধান অতিথি, সভাপতি ও বিশেষ অতিথিবৃন্দ বিভিন্ন প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন। পরে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। জেলা প্রশাসনের উর্ধ্বতন কর্মকর্তাসহ নানা শ্রেণি পেশার মানুষ এতে উপস্থিত ছিলেন।