চুনারুঘাট প্রতিনিধিঃ
চুনারুঘাটে যথাযোগ্য মর্যাদায় মহান শহিদ দিবস ও আর্ন্তজাতিক মাতৃভাষা দিবস উদযাপন করা হয়েছে।
সোমবার রাত ১২টা ১ মিনিটে চুনারুঘাট কেন্দ্রীয় শহিদ মিনারে ফুল দিয়ে শ্রদ্ধা জানায়, চুনারুঘাট উপজেলা পরিষদের পক্ষে উপজেলা পরিষদের চেয়ারম্যান ও জেলা আওয়ামীলীগের উপদেষ্ঠা আলহাজ্ব আব্দুল কাদির লস্কর।
উপজেলা প্রশাসনের পক্ষে উপজেলা নির্বাহী অফিসার সিদ্ধার্থ ভৌমিক ও সহকারী কমিশনার ভুমি আফিয়া আমি পাপ্পা,চুনারুঘাট থানার পক্ষে অফিসার ইনচার্জ রাশেদুল হক ও ওসি (তদন্ত) গোলাম মোস্তফা,উপজেলা আওয়ামীলীগের পক্ষে উপজেলা সেক্রেটারী আনোয়ার আলীসহ নেতৃবৃন্দ,চুনারুঘাট প্রেসক্লাব,বিভিন্ন রাজনৈতিক সংগঠনের নেতৃবৃন্দসহ বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন।
সকালে উপজেলা হল রুমে বঙ্গবন্ধু ও ভাষা আন্দোলন বিষয়ক আলোচনা সভা ও পুরুস্কার বিতরণ অনুষ্ঠিত হয়।
পিআইও প্লাবন পাল এর পরিচালনায়- ইউএনও সিদ্ধার্থ ভৌমিকের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব আব্দুল কাদির লস্কর,উপজেলা ভাসইস চেয়ারম্যান লুৎফুর রহমান মহালদার,উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডাঃ শাকিল আহমেদ,চুনারুঘাট থানার ওসি রাশেদুল হক, উপজেলা আওয়ামীলীগের সহ সভাপতি সৈয়দ মোতাব্বির আলী,সাধারণ সম্পাদক আনোয়ার আলী,বীরমুক্তিযোদ্ধা আঃ ছামাদ,আব্দুল গাফ্ফার,উপজেলা শিক্ষা অফিসার মোহাম্মদ মাসুদ রানা,চুনারুঘাট প্রেসক্লাব সেক্রেটারী জাহাঙ্গীর আলম,সাংবাদিক আব্দুর রাজ্জাক রাজু প্রমুখ।