হামিদুর রহমান,মাধবপুর(হবিগঞ্জ)প্রতিনিধি ॥ হবিগঞ্জের মাধবপুর উপজেলার ছাতিয়াইন গ্রামের মাদক বিক্রেতা ছায়েদ মিয়ার বাড়ীতে অভিযান চালিয়ে ৪৫ বোতল ভারতীয় মদ ও ১ কেজি গাঁজা উদ্ধার করেছে পুলিশ।
মঙ্গলবার রাত সাড়ে ৮ টায় ছাতিয়াইন পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ এস.আই. আব্দুল আউয়াল গোপন সূত্রে খবর ছাতিয়াইন গ্রামের মাদক বিক্রেতা ছায়েদ মিয়ার বাড়ীতে অভিযান চালিয়ে ৪৫ বোতল ভারতীয় মদ ও ১ কেজি গাঁজা উদ্ধার করে।
এসময় পুলিশের উপস্থিতি টের পেয়ে ছায়েদসহ অন্যানরা পালিয়ে যায়। এ ব্যাপারে মাদব দ্রব্য নিয়ন্ত্রন আইনে মামলা দায়ের করা হয়েছে।
উল্লেখ্য যে ইতিপূর্বেও ছায়েদ মিয়ার বাড়ীতে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ মাদক উদ্ধার করেছিল পুলিশ।