প্রেস বিজ্ঞপ্তি :
হবিগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য এভভোকেট মো.আবু জাহির বলেছেন সরকার শিক্ষার উন্নয়নে আন্তরিকভাবে কাজ করছে। বিশেষ করে নারী শিক্ষার উন্নয়নে সরকার নানামুখী পদক্ষেপ গ্রহণ করেছে। আমি ব্যক্তিগতভাবে হবিগঞ্জের নারী শিক্ষার উন্নয়নে যতটুকু সম্ভব তার সবকিছুই করবো।
কলেজের আশরাফ উল্লাহ একাডেমিক ভবন মাঠে বৃহস্পতিবার জহুর চান বিবি মহিলা কলেজের বার্ষিক ক্রীড়া,সাংস্কৃতিক প্রতিযোগিতা, বিজ্ঞান ও হস্ত শিল্প মেলার পুরষ্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
কলেজ অধ্যক্ষ মোহাম্মদ আব্দুল্লাহ আল মামুনের সভাপতিত্বে প্রভাষক মো: শাহীন মিয়ার সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন শায়েস্তাগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান আব্দুর রশিদ তালুকদার ইকবাল, মহিলা ভাইস চেয়ারম্যান মুক্তা আক্তার, শায়েস্তাগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা নাজমুল হক কামাল, জেলা আওয়ামীলীগের উপদেষ্টা শেখ মুজিবুর রহমান, শায়েস্তাগঞ্জ ইউনিয়নের চেয়ারম্যান বুলবুল খান, জেলা পরিষদের সাবেক সদস্য আব্দুল্লাহ সরদার, শায়েস্তাগঞ্জ বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো: আবিদুর রহমান, জহুর চান বিবি মহিলা কলেজের গভর্ণিং বডির সদস্য মো: আব্দুল কাদির, সার্জেন্ট অব: মো: শাহজাহান মিয়া, মো: ফারুক মিয়া, মোছা: রোজিনা বেগম।
উপস্থিত ছিলেন সিনিয়র সাংবাদিক সৈয়দ আশরাফ উদ্দিন মামুন, শায়েস্তাগঞ্জ প্রেস ক্লাবের সাবেক সাধারণ সম্পাদক কামরুজ্জামান আল রিয়াদ, দাউদনগর বাজার ব্যবসায়ী কল্যাণ সমিতির সভাপতি আতাউর রহমান মাসুক, শায়েস্তাগঞ্জ যুবলীগের সভাপতি আবুল কালাম, সাংগঠনিক সম্পাদক জয়নাল সরদার, উপজেলা ছাত্রলীগের সভাপতি প্রসেনজিৎ চন্দ্র দেব,সাধারণ সম্পাদক কামরুল রাসেল মিয়া, প্রভাষক তহুরা বেগম, প্রতিযোগিতা কমিটির আহবায়ক প্রভাষক কামরুল হাসান রিপন, প্রভাষক শামীমা আক্তার, প্রভাষক মহিউদ্দিন, প্রভাষক রফিকুল ইসলাম, প্রভাষক সুবর্না সাহা, প্রভাষক মো:হোসেন, প্রভাষক সুমাইয়া ফারহানা, প্রভাষক আরিফুর রহমান, প্রভাষক শামসুল হক শাহেদ, শিক্ষক ইমরানুল হক শাহেদ, অফিসহ সহকারী মো:রুবেল মিয়া, রেহান শাহ, কম্পিউটার অপারেটর খালেদ শরীফুল্লা শুভ।
উদ্বোধনী দিনে কলেজের শিক্ষার্থী, শিক্ষক-কর্মচারীগণ ফুটবল, মিউজিক্যাল চেয়ার, গোলক নিক্ষেপ, ক্যারাম, টার্গেট নিক্ষেপ, অংক দৌঁড়, চাচা আপন প্রাণ বাঁচা,কবিতা,গান, নাটক, বিতর্ক ,যেমন খুশি তেমন সাজো, নৃত্য, রম্য রচনা, বিজ্ঞান ও হস্ত শিল্প মেলা অনুষ্ঠিত হয়। প্রধান অতিথিসহ অতিথি বৃন্দ বিজয়ীদের হাতে পুরষ্কার তুলে দেন।