শেখ মোঃ হারুনুর রশিদ,চুনারুঘাট থেকে :
চুনারুঘাট থানা পুলিশের বিশেষ অভিযানে ১৫ কেজি গাঁজা উদ্ধারসহ বিভিন্ন মামলায় সাজাপ্রাপ্ত ৩ আসামীকে গ্রেফতার করা হয়েছে।
গত বুধবার(১৫ ফেব্রুয়ারী)দিবাগত-রাতে অফিসার ইনচার্জ ওসি মোঃ রাশেদুল হকের নেতৃত্বে এস আই লিটন সহ একদল পুলিশ গোপন সংবাদের ভিত্তিতে চুনারুঘাট উপজেলার ২ নং আহাম্মদাবাদ ইউনিয়নের অন্তর্গত চুনারুঘাট-আসামপাড়া রাস্তার পশ্চিম পাশে গোছাপাড়া গ্রামের জনৈক মিশুক মিয়ার পোল্ট্রি ফার্মের সামনে অভিযান চালিয়ে ১৫ কেজি গাঁজা উদ্ধার করেন।এসময় পুলিশের উপস্থিতি টের পেয়ে মাদক কারবারীরা দ্রুত পালিয়ে যায়।পরে মাদক উদ্ধার করে চুনারুঘাট থানায় পলাতক আাসামীদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়।
এদিকে বিভিন্ন মামলায় গ্রেফতারকৃত আসামী’রা হলো-৩ বছরের সাজাপ্রাপ্ত আমু চাবাগান এলাকার বধুয়া মহালীর পুত্র প্রশান্ত মহালী(২০),জিআর ও সিআর পরোয়ানাভুক্ত পলাতক আসামী উপজেলার বাঘমারা গ্রামের মো: শাহজাহান মিয়ার পুত্র আব্দুল হেকিম(৪২)ও
পাইকপাড়া এলাকার মকছুদ আলীর পুত্র মোঃ মোজাম্মেল হক সুজন (৩০)।গ্রেফতারকৃতদের বহস্পতিবার(১৬ফেব্রুয়ারী) বিকেলে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।
এ তথ্য নিশ্চিত করে চুনারুঘাট থানার অফিসার ইনচার্জ ওসি মোঃ রাশেদুল হক জানান,গত বুধবার দিবাগত রাতের ভিন্ন সময়ে অভিযান পরিচালনা করে তাদেরকে আটক করা হয়।গাজা কারবারিদের গ্রেফতারে থানা পুলিশের অভিযান অব্যাহত আছে এবং থাকবে বলে জানান ওসি।