প্রেস নিউজ : হবিগঞ্জে বিভিন্ন কর্মসূচির মাধ্যমে বাংলাদেশ আওয়ামী লীগের ৬৬তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন করা হয়েছে। এ উপলক্ষে হবিগঞ্জ পৌর আওয়ামী লীগের উদ্যোগে মঙ্গলবার জেলা আওয়ামী লীগ কার্যালয়ে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
পৌর আওয়ামী লীগ সভাপতি অ্যাডভোকেট নিলাদ্রী শেখর পুরকায়স্ত টিটোর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মোতাচ্ছিরুল ইসলামের পরিচালনায় অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি ছিলেন জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ও নবীগঞ্জ উপজেলা চেয়ারম্যান আলমগীর চৌধুরী। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন পৌর আওয়ামী লীগ সহ-সভাপতি সুজিত বণিক, রফিকুল ইসলাম, যুগ্ম সাধারণ সম্পাদক হিরাজ মিয়া, সাংগঠনিক সম্পাদক মিজানুর রহমান মিজান, শাহ মাসুকুর রহমান, চৌধুরী মাসুদ আলী ফরহাদ, মোঃ আকবর, সাংস্কৃতিক সম্পাদক পার্থ সারথি রায়, সুরুজ মিয়া, দুলাল মিয়া, জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক মুকিদুল ইসলাম মুকিদ, সাংগঠনিক সম্পাদক মহিবুর রহমান মাহী, পৌর ছাত্রলীগ নেতা যুবায়ের, মাছুম বিল্লাহ, পলাশ প্রমুখ।
এছাড়া সকালে হবিগঞ্জ পৌর আওয়ামী লীগের উদ্যোগে আওয়ামী লীগ কার্যালয়ের সামনে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পন করা হয়।