সৈয়দ আখলাক উদ্দিন মনসুর,শায়েস্তাগঞ্জ :
নরসিংদী জেলার ড্রীম ল্যান্ড পার্কে হবিগঞ্জের শায়েস্তাগঞ্জ জহুর চান বিবি মহিলা কলেজ এর শতাধিক শিক্ষার্থীরা শিক্ষা সফর পালন করেছে ।
প্রতি বছরের ন্যায় এবারো বিপুল উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে রবিবার (১২ ফেব্রুয়ারি) ভোর সকালে শায়েস্তাগঞ্জ জহুর চান বিবি মহিলা কলেজে শতাধিক শিক্ষার্থী, কলেজ দাতা সদস্য , গভর্নিং বডি সদস্য , অধ্যক্ষ, প্রভাষক ও কর্মচারী উপস্থিত হয় ।
সকাল ৯টায় সকলেই যাএী বাহী বাসযোগে নরসিংদী ড্রীম ল্যান্ড উদ্দেশ্যে যাএা করে দুপর ১২টায় গন্তব্যে স্থানে পৌঁছে । সেখানে শিক্ষার্থীসহ সকলেই দিনভর অবস্থান নিয়ে পার্কে আকর্ষণীয় বিনোদন মূলক অনুষ্ঠান উপভোগ করে ।
এর পর ছিল খাবারের বিরতি । খাবার শেষে কুপন লটারি ২০২৩ এর ড্র অনুষ্ঠিত হয়। লটারি ড্র শেষে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরন করা হয়।
শিক্ষা সফরে শিক্ষার্থীদের সাথে ছিলেন – কলেজ অধ্যক্ষ মোহাম্মদ আব্দুল্লাহ আল মামুন , দাতা সদস্য লমোহাম্মদ ইদ্রিস মিয়া, কলেজ গভর্নিং বডি সদস্য মোহাম্মদ আব্দুল কাদির, ফজলুল হক, সার্জেন্ট অবঃ মোঃ শাহজাহান মিয়া, কলেজের প্রভাষক তহুরা বেগম(যুক্তি বিদ্যা), শামীমা আক্তার (ইংরেজি), মুহাম্মদ মহিউদ্দিন (ইসলাম শিক্ষা) , মোঃ শাহীন মিয়া (বাংলা), মোঃ রফিকুল ইসলাম (হিসাব বিজ্ঞান), আরিফুর রহমান (গণিত), সুবর্ণা সাহা (সমাজ বিজ্ঞান), মোঃ হোসেন (রসায়ন), মোহাম্মদ কামরুল হাসান রিপন (জীববিজ্ঞান), মোঃ রুবেল মিয়া (হিসাব রক্ষক), মোঃ রেহান শাহ , খালেদ শরীফু শরিফুল্লা শুভ ( অফিস সহকারী কাম- কম্পিউটার অপারেটর ) সহ অসংখ্য ৩য় ও ৪র্থ শ্রেণির কর্মচারী বৃন্দ।