স্টাফ রিপোর্টার :
বানিয়াচংয়ে ইসলামিক ফাউন্ডেশনের উদ্যোগে উপজেলা পর্যায়ে জাতীয় শিশু কিশোর ইসলামি সাংস্কৃতিক প্রতিযোগিতা সনদ ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে। গতকাল বৃহস্পতিবার সকাল থেকে দুপুর ১টা পর্যন্ত উপজেলা পরিষদ মিলনায়তনে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের নিয়ে বিভিন্ন ইভেন্টে প্রতিযোগিতা-২০২৩ অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন উপজেলা ফিল্ড সুপার ভাইজার মোঃ সোলাইমান।
প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) পদ্মাসন সিংহ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা দূর্নীতি প্রতিরোধ কমিটির সাধারণ সম্পাদক কাজী মুফতি আতাউর রহমান, মাস্টার ট্রেইনার মাওলানা মামুনুর রশিদ,
বানিয়াচং মডেল প্রেসক্লাবের সাধারণ সম্পাদক শিব্বির আহমদ আরজু, ইফা শিক্ষক সমিতির উপদেষ্টা মাওলানা শায়খ সিরাজুল ইসলাম, সভাপতি হাফেজ সাইদুর রহমান, সাধারণ সম্পাদক মাওলানা তাফাজ্জুল হক, সাধারণ কেয়ারটেকার মাওলানা বাহা উদ্দিন ও আব্দুল মালিক, মাওলানা মোজাম্মিল হোসেন ও মাওলানা মোবারক আলী প্রমুখ। পরে বিজয়ী ছাত্র-ছাত্রীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।