নবীগঞ্জ প্রতিনিধি :
নবীগঞ্জ শহরের প্রাণকেন্দ্র নতুন বাজার আব্দুল হেকিম মাকের্টে দুঃসাহসিক চুরি সংঘটিত হয়েছে। রবিবার দিবাগত গভীর রাতে ওই মার্কেটের উপরের চালের টিন কেটে চোরের দল পুজা এন্ড ধৃতি ফ্যাশন ও ইউপি মেম্বার নুরুল হকের মালিকানাধীন দোকানে প্রবেশ করে নগদ টাকাসহ প্রায় লক্ষাধিক টাকার মালামাল নিয়ে পালিয়ে যায়। খবর পেয়ে নবীগঞ্জ থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছেন।
স্থানীয় সুত্রে জানাযায়, শহরের আব্দুল হেকিম মাকের্টের পিছনের দিকে একদল চোর প্রবেশ করে উপরের ছালের টিন কেটে ভিতরে ঢুকে পুজা এন্ড ধৃতি ফ্যাশন থেকে নগদ ২৭ হাজার টাকাসহ প্রায় ৬০/৭০ টাকার মালামাল এবং একই মাকের্টের ইউপি মেম্বার নুরুল হকের দোকানে ঢুকে প্রায় ২০/৩০ হাজার টাকার মালামাল নিয়ে যায় চোরের দল। শহরের এমন দুঃসাহসিক চুরি সংঘটিত হওয়ায় ব্যবসায়ীদের মাঝে আতংক বিরাজ করছে। ধারনা করা হচ্ছে, জানাশুনার মধ্যেই কোন না কোন সংঘবদ্ধ চোরের দল এই চুরি সংঘটিত করেছে।