শায়েস্তাগঞ্জ (হবিগঞ্জ) প্রতিনিধি: হবিগঞ্জের শায়েস্তাগঞ্জে গত ১০ গ্রামবাসীর মধ্যে সংঘর্ষে গুরুতর আহত আইয়ুব আলী চিকিৎসাধীন অবস্থায় সিলেটে মারা গেছে।
জানা যায়, ১৭ জুন শায়েস্তাগঞ্জ পৌর এলাকার জগন্নাথপুর গ্রামের সুন্দর আলীর পুত্র আইয়ুব আলী (৩০) রেলওয়ে প্লাটফর্মে দোকান বাড়ি থেকে যাওয়ার পথে প্লাটফর্মেই দুপক্ষের সংঘর্ষ শুরু হলে আইয়ুব আলী মাথায় আঘাত প্রাপ্ত হয়ে গুরুতর আহত হয়।
আহত অবস্থায় তাকে হবিগঞ্জ সদর হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত ডাক্তার সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেন। পরে ওসমানী মেডিকেল কলেজ হাসপাতা থেকে প্রাইভেট হাসপাতালে ৮ দিন লাইফ সাপোর্টে থাকার পর মঙ্গলবার (২৩ জুন) দুপুরে মৃত্যু বরণ করে।
তার মৃত্যুর খবর এলাকায় ছড়িয়ে পরলে শোকের ছায়া নেমে আসে।
এদিকে শায়েস্তাগঞ্জ পৌর এলাকার বিভিন্ন পয়েন্টে অতিরিক্ত পুলিশ মোতায়ন করা হয়েছে। এ রিপোর্ট লেখা পর্যন্ত লাশ সিলেট থেকে আনার প্রস্তুতি চলছে। সমগ্র এলাকায় থমথমে ভাব বিরাজ করছে।