নিজস্ব প্রতিবেদক :
হবিগঞ্জের শায়েস্তাগঞ্জ উপজেলার ৭নং নুরপুর ইউনিয়নের চেয়ারম্যান আলহাজ্ব গোলাম কিবরিয়া চৌধুরী বেলাল ও ১১ নং ব্রাহ্মণডুরা ইউনিয়নের চেয়ারম্যান হোসাইন আদিল মোঃ জজ মিয়া শপথ গ্রহণ করেছেন।
বৃহস্পতিবার বিকালে জেলা প্রশাসক কার্যালয়ে দুই চেয়ারম্যানকে শপথ পাঠ করান জেলা প্রশাসক ইশরাত জাহান।
এর আগে গত ২৯ ডিসেম্বর ইউনিয়ন পরিষদ নির্বাচনে গোলাম কিবরিয়া চৌধুরী বেলাল ও হোসাইন আদিল মোঃ জজ মিয়া নির্বাচিত হন।
বেলাল নুরপুর ইউনিয়নে ৬ষ্ট বারের মত এবং জজ মিয়া দ্বিতীয় বারের মত চেয়ারম্যান হয়েছেন।
এসময় শায়েস্তাগঞ্জ উপজেলার চেয়ারম্যান আব্দুল রশিদ তালুকদার ইকবালসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।