দিলোয়ার হোসাইন,বানিয়াচং:
বানিয়াচংয়ে যাত্রীদের কাছ থেকে অতিরিক্ত ভাড়া আদায় করায়, ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে স্ট্যান্ড ম্যানেজার কে ১ হাজার টাকা অর্থদণ্ড করা হয়েছে।
৩১ জানুয়ারী মঙ্গলবার বিকাল ৩ টার সময় বানিয়াচং নতুন বাজারস্থ সিএনজি স্ট্যান্ডে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়।
সড়ক পরিবহন আইনের ধারা মোতাবেক ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়েছে।
ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন বানিয়াচং উপজেলা নির্বাহী কর্মকর্তা ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট পদ্মাসন সিংহ।
স্ট্যান্ড ম্যানেজার ভ্রাম্যমাণ আদালত পরিচালনার সময় অনুপস্থিত থাকায় দায়িত্বপ্রাপ্ত ব্যক্তির নিকট থেকে জরিমানার টাকা আদায় করা হয়।