মোঃ আব্দুল হক রেনু, শায়েস্তাগঞ্জ :
শায়েস্তাগঞ্জ পুরান বাজারের বিশিষ্ট ব্যবসায়ী আলহাজ্ব মাওলানা হাফেজ আব্দুল হামিদ (৮৫) গত সোমবার রাত ১:৩০ মিনিটে নিজ বাড়ি চুনারুঘাট উপজেলার শেখেরগাও গ্রামে ইন্তেকাল করেছেন। ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।
তার জানাজার নামাজ গতকাল মঙ্গলবার ৩১ জানুয়ারি বেলা আড়াইটায় নিজ বাড়িতে অনুষ্ঠিত হয়। জানাজা শেষে তাকে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়। জানাজার নামাজে চুনারুঘাট উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব আব্দুল কাদির লস্কর, মাও: নুরুল ইসলাম ওলিপুরী সহ হাজারো মুসল্লিগণ অংশ নেন। মৃত্যু কালে তিনি স্ত্রী,তিন পুত্র,চার কন্যা, নাতি-নাতনী সহ অসংখ্য গুনগ্রাহী রেখে গেছেন।
জানাজার নামাজে ইমামের দায়িত্ব পালন করেন মরহুমের মেজো পুত্র মুফতি মাও: মোহাম্মদ হাম্মাদ। তার মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে আসে।