আনোয়ার হোসেন মিঠু, নবীগঞ্জ :
নবীগঞ্জ উপজেলার ১১নং গজনাইপুর ইউনিয়নের দেওপাড়া এলাকায় অবৈধভাবে পাহাড় কাটার দায়ে এক ব্যক্তিকে ১ লক্ষ টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। দণ্ডপ্রাপ্ত ব্যাক্তির নাম মোঃ শাহীন মিয়া (২২)।
গতকাল রবিবার(২৯ ডিসেম্বর) বিকালে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে এ দন্ডাদেশ প্রদান করেন সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট শাহীন দেলোয়ার।
জানা যায়, উপজেলার গজনাইপুর ইউনিয়নের দেওপাড়া এলাকায় অবৈধভাবে পাহাড় কর্তন করা হচ্ছিল বেশ কিছুদিন ধরে । এ খবর পেয়ে সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট শাহীন দেলোয়ার মোবাইল কোর্ট পরিচালনা করে বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন ২০১০ এর সংশ্লিষ্ট ধারায় মোঃ শাহীন মিয়াকে (২২) এক লক্ষ টাকা জরিমানা প্রদান করেন। মোবাইল কোর্ট পরিচালনায় সার্বিক সহযোগিতা করেন গোপালার বাজার ফাঁড়ির একদল পুলিশ।