এফ এম খন্দকার মায়া, চুনারুঘাট :
হবিগঞ্জ জেলার চুনারুঘাট উপজেলায় স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে পাহাড়ি দুর্গম অঞ্চলে পার্শ্ববর্তীতে নির্মিত হচ্ছে কমিউনিটি ক্লিনিক।
শনিবার (২৮ জানুয়ারি)উপজেলা ১০নং মিরাশি ইউনিয়ন পরিষদের ৬নং ওয়ার্ড পাহাড়ি অঞ্চল রেমা-কালেঙ্গা অঞ্চলে পার্শ্ববর্তী হিমালিয়ায় পরিদর্শনে গিয়ে দেখা যায় স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপহার সাতাশ লক্ষ টাকা ব্যয়ে নির্মিত হচ্ছে হিমালিয়া কমিউনিটি ক্লিনিক।
জানা যায়, সরকারি হিসাবে সারা দেশে ১৩ হাজার ৮৮১টি ক্লিনিক চালু অবস্থায় আছে। এসব ক্লিনিক থেকে দৈনিক গড়ে ৩০ জন মানুষ সেবা নেয়। আরও ১৪৬টি ক্লিনিক চালুর অপেক্ষায় আছে। ক্লিনিক থেকে: মা, নবজাতক ও অসুস্থ শিশুর সমন্বিত সেবা (আইএমসিআই), প্রজননস্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা সেবা এবং সাধারণ আঘাতে চিকিৎসা দেওয়া হয়।
প্রতিটি ক্লিনিকে শিশু ও মায়েদের টিকাদানের ব্যবস্থা আছে। ক্লিনিকে ডায়াবেটিস বা উচ্চ রক্তচাপের মতো অসংক্রামক রোগ শনাক্ত করা হয়। স্বাস্থ্যশিক্ষার পাশাপাশি দেওয়া হয় পুষ্টিশিক্ষা। বয়স্ক, কিশোর–কিশোরী ও প্রতিবন্ধীদের লক্ষণভিত্তিক চিকিৎসা ও পরামর্শ দেওয়া হয়। ক্লিনিক থেকে ২৭ ধরনের ওষুধ ছাড়াও শিশুদের অণুপুষ্টিকণার প্যাকেট দেওয়া হয়।
এ বিষয় স্থানীয় ওয়ার্ড মেম্বার ও আইনজীবী সহকারী বাচ্চুর সাথে কথা হলে তিনি বিষয়টি নিশ্চিত করেন।এবং জানান,এই মফস্বল পাহাড়ের বেষ্টিত অঞ্চলের দীর্ঘদিনের স্বপ্ন বাস্তবায়নে ভূমিকা রাখায় কর্তৃপক্ষ সহ প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও প্রতিমন্ত্রী এডভোকেট মাহবুব আলী এমপি’র প্রতি কৃতজ্ঞতা। আশা করি এই উন্নয়ন অব্যাহত থাকবে।