স্টাফ রিপোর্টার:
মৌলভীবাজার চা বাগান এলাকায় বসবাসরত কিশোর-কিশোরী, নববিবাহীত, গর্ভবতী ও এক সন্তানের মায়েদের নিয়ে উঠান বৈঠকের আয়োজন করা হয়। রবিবার (২৯ জানুয়ারী) মৌলভীবাজার জেলার সদর উপজেলার গিয়াসনগর ইউনিয়নের প্রেম নগর চা বাগানে এ বৈঠক অনুষ্টিত হয়।
ইউএসএআইডি’র সুখী জীবন প্রকল্পের আওতায় পরিবার পরিকল্পনা বিভাগের আয়োজনে অনুষ্ঠানে প্রধান অথিতি হিসেবে উপস্থিত ছিলেন গিয়াস নগর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ মোশারফ হোসেন।
পাথফাইন্ডার ইন্টারন্যাশনাল সুখী জীবন প্রকল্পের জেলা প্রোগ্রাম অফিসার সোহেল রানার পরিচালনায় এসময় কিশোর-কিশোরীদের প্রজনন স্বাস্থ্য, বাল্যবিবাহ, বাল্যবিবাহের কুফল, পরিবার পরিকল্পনা পদ্ধতির সুফল, সেবা কেন্দ্র ইত্যাদি বিষয়ে বিশদ আলোচনা করা হয়। অনুষ্টানে বিভিন্ন বয়সী প্রায় ২শতাধিক মহিলা উপস্থিত ছিলেন ।
এসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন বাগান পঞ্চায়েত কমিটির সভাপতি সুভাষ কৌড়ি, স্থানীয় মসজিদের ইমাম মাওলানা মোঃ মহিবুর রহমান, সুখী-জীবন প্রকল্প পিএইচডি প্রকল্প সমন্বয়কারী রেজাউল করিম ভুইঁয়া, পরিবার পরিকল্পনা পরিদর্শক মোঃ নাজমুল ইসলামসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।