সকল সুন্নী সংগঠনের ঐক্যমতে গঠিত
আহ্লে সুন্নাত ওয়াল জামায়াত সমন্বয় পরিষদের উদ্যোগে
হবিগঞ্জের সকল সুন্নী সংগঠনের প্রতিনিধিদের উপস্থিতিতে গত বৃহস্পতিবার রাত ৮টায় আহ্লে সুন্নাত ওয়াল জামায়াতের প্রেসিডিয়াম ও মসজিদ সমন্বয় সুন্নী সংগ্রাম পরিষদের প্রেসিডেন্ট আলহাজ্ব মোঃ রইছ মিয়ার সভাপতিত্বে জরুরী পরামর্শ সভা অনুষ্ঠিত হয়। সভায় উপস্থিত নেতৃবৃন্দের ঐক্যমতে নতুন একটি সংগঠন ‘আহ্লে সুন্নাত ওয়াল জামায়াত সমন্বয় পরিষদ, হবিগঞ্জ’-এর উদ্যোগে এখন থেকে হবিগঞ্জে বৃহৎ পরিসরে জশ্নে জুলুছে ঈদে মিলাদুন্নবী (সঃ) উদযাপনের সিদ্ধান্ত হয়। একই সাথে আসন্ন মিলাদুন্নবীর (সঃ) যাবতীয় কার্যক্রম বাস্তবায়নের সুবিধার্থে আলহাজ্ব মোঃ রইছ মিয়াকে আহবায়ক, আলহাজ্ব মাওঃ আলী মোহাম্মদ চৌধুরী, মাওঃ ফরিদ উদ্দিন আহমদ, মোঃ ফরিদ আহমেদ রাজু, অধ্যাপক মাওঃ শহিদুল ইসলাম ও কাজী মাওঃ এম এ জলিলকে যুগ্ম আহবায়ক এবং অধ্যক্ষ গোলাম সারওয়ারে আলমকে সদস্য সচিব করে ২৩ সদস্যের একটি শক্তিশালী আহবায়ক কমিটি গঠন করা হয়। উক্ত সংগঠনের উদ্যোগে প্রকাশিত ঈদে মিলাদুন্নবী (সঃ) এর সকল প্রয়োজনীয় পোস্টার, লিফলেট ইত্যাদি বিলি বন্টনের জন্য আগামী বুধবার সকাল ১০টায় চৌধুরী বাজার কেন্দ্রীয় সুন্নী জামে মসজিদে সাধারণ সভা অনুষ্ঠিত হবে। এতে সকলকে উপস্থিত থাকার জন্য অনুরোধ করা হয়। প্রেস বিজ্ঞপ্তি