স্টাফ রিপোর্টার :
সিভিল সার্জন ডাঃ মোহাম্মদ নুরুল হক বলেছেন, হবিগঞ্জ জেলায় বিভিন্ন সেবা কেন্দ্রে ও মাঠ পর্যায়ে কাজের ক্ষেত্রে যেসকল উন্নয়ন সাধিত হয়েছে সেগুলো আমাদের ধরে রাখতে হবে। মাঠ পর্যায়ে কঠোর মনিটরিং রাখতে হবে। তাছাড়া স্থানীয় সরকারের সাথে সমন্বয় সাধন করে কাজের অগ্রগতি আরো বৃদ্ধি করতে হবে।
তিনি গতকাল বৃহস্পতিবার সকালে ইউএসএআইডি’র অর্থায়নে মামনি এমএনসিএস প্রকল্পের হস্তান্তর এবং টেকসই পরিকল্পনা সভায় এ কথা বলেন।
সিনিয়র স্বাস্থ্য শিক্ষা কর্মকর্তা কলিম উল্লাহ শিকদারের পরিচালনায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন সহকারী পরিচালক ডাঃ মোঃ আব্দুর রব মোল্লা, ডেপুটি সিভিল সার্জন ডাঃ মোঃ মুখলিছুর রহমান, সেইভ দা চিলড্রেনের উপ পরিচালক ড. বিভাকর রায়, জেলা বাস্তবায়ন কর্মকর্তা রওশন আরা বেগম, পরীবিক্ষন ও মূল্যায়ন ব্যবস্থাপক শাকিল আহমেদ খান, ব্যবস্থাপক ক্লিনিকেল সহযোগী লাকী আক্তার প্রমুখ।