স্টাফ রিপোর্টার :
হুফফাজুল কুরআন ফাউন্ডেশন বাংলাদেশের ২৭তম জাতীয় হিফজুল কুরআন প্রতিযোগিতায় জাতীয় পর্যায়ে কৃতিত্বের স্বাক্ষল রেখেছে মাদরাসুল মদীনা তহফিজুল কুরআন মার্কাজ মসজিদ হবিগঞ্জ। মার্কাজ মাদ্রাসার ছাত্র মুন্তাসিম আরেফিন নাদীম ১০ পাড়া গ্রুপে সমগ্র বাংলাদেশের সেরা ১২ জনের মধ্যে ৫ম স্থান অর্জন করেছে। গত ২১ ও ২২ জানুয়ারী জাতীয় পর্বের প্রতিযোগিতা ঢাকায় অনুষ্ঠিত হয়।
এর আগে সে থানা,জেলা ও বিভাগীয় পর্যায়ে অংশগ্রহণ করে পুরস্কার অর্জন করে। সে তার এই কৃতিত্বপূর্ণ সাফল্যের জন্য ওস্তাদদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে। আগামীতে সে ভাল আলেম হয়ে দিন ও দেশের খেদমত করতে পারে তার জন্য ওস্তাদগনসহ সকলের নিকট দোয়া কামনা করেছে। মাদ্রাসা কতৃপক্ষ ভবিষ্যতে আরও সফলতা অর্জনের জন্য সবার সহযোগিতা কামনা করেন।