এফ এম খন্দকার মায়া, চুনারুঘাট :
হবিগঞ্জ জেলার চুনারুঘাট উপজেলায় চা জনগোষ্ঠীর জন্ম মৃত্যু নিবন্ধনে বিশেষ ক্যাম্পিং অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (২৫ জানুয়ারি) চান্দপুর চা বাগান কেন্দ্রে ৩নং দেওরগাছ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মুহিতুর রহমান ফরাজি রুমন উক্ত ক্যাম্পিং উদ্বোধন করেন। এসময় সাথে ছিলেন স্থানীয় মেম্বার ও কেন্দ্রীয় চা শ্রমিক নেতা নিপেন পালসহ তথ্য সংগ্রহকারী কম্পিউটার অপারেটরগণ।
উপজেলা ৩নং দেওরগাছ ইউনিয়ন পরিষদের আয়োজনে উক্ত জন্ম মৃত্যু নিবন্ধন বিশেষ ক্যাম্পিং চলবে ৩১ জানুয়ারি পর্যন্ত।৩নং দেওরগাছ ইউনিয়নের চান্দপুর চা বাগান অধ্যুসিত এলাকা হওয়ায় এখনো তারা পিছনে পড়ে আছে।
এই পিছিয়ে পড়া জনগোষ্ঠীর জীবনমানের উন্নয়নের লক্ষে সরকার জন্ম-মৃত্যু নিবন্ধন বিশেষ ক্যাম্প পরিচালনা করছে। ইতিমধ্যে একশত সত্তর জন চা শ্রমিক ও তাদের সন্তানদের তথ্য সংগ্রহ করা হয়েছে তাদের মধ্যে প্রাপ্ত বয়স্ক একশত বিশ জন এবং অপ্রাপ্ত বয়স্ক পঞ্চাশ জন বলে নিশ্চিত করেন অপারেটর কর্তৃপক্ষ।
এসময় উপস্থিত ছিলেন স্থানীয় বাসিন্দাগণ।