আব্দুর রাজ্জাক রাজুঃ
চুনারুঘাট থানা পুলিশের অভিযানে ২ জন সাজাপ্রাপ্ত আসামী কে গ্রেফতার করা হয়েছে।
(২৫ জানুয়ারী) ২০২৩ইং তারিখ রাত অনুমান ০০.৩০ ঘটিকার পর এ এস আই উত্তম কুমার ঘোপ, সঙ্গীয় ফোর্সসহ ০২(দুই)জন ওয়ারেন্ট ভুক্ত “জি আর সাজা” আসামী ১/মোঃ ওয়াহিদ মিয়া,পিতাঃ মূত নূর মোহাম্মদ, সাং–উসমানপুর, (জি আর ১৮/২০চুনাঃ,সাজা মেয়াদ ১ বছর ৮ মাস সশ্রম কারাদণ্ড এবং জি আর ১৯১/১৯ চুনাঃ সাজা ১ বছর সশ্রম কারাদণ্ড), ওয়ারেন্ট ভুক্ত জি আর সাজা অপর আসামী ২/ আব্দুর ছত্তার, পিতাঃ মূত সামছুল হক,সাং–টেকেরঘাট (জি আর ১৩/২১ চুনাঃ সাজা মেয়াদ ১ বছর ১০ মাস ),উভয় থানা – চুনারুঘাট, কে –হবিগঞ্জদ্বয়কে গ্রেফতার পূর্বক বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।
চুনারুঘাট থানার ওসি মোঃ আলী আশরাফ বলেন,অভিযান অব্যাহত আছে।