মাধবপুর প্রতিনিধি :
হবিগঞ্জের মাধবপুরে অটোরিকশা চালক এক যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ। আজ মঙ্গলবার (২৪ জানুয়ারি) সকালে পুলিশ পৌর শহরের কলেজ পাড়া এলাকা থেকে ওই যুবকের লাশ উদ্ধার করে।
ওই অটোরিকশাচালকের নাম জুয়েল মিয়া। তিনি কলেজ পাড়া এলাকার আইয়ুব আলীর ছেলে।
মাধবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুর রাজ্জাক জানান, জুয়েল মিয়া ব্যাটারিচালিত অটোরিকশার চালক ছিলেন। সকালে স্থানীয় লোকজন বাড়ির পাশের একটি গাছে তার ঝুলন্ত লাশ দেখতে পেয়ে খবর দিলে পুলিশ গিয়ে লাশ উদ্ধার করে। ময়নাতদন্তের প্রতিবেদন পেলে মৃত্যুর সঠিক কারণ জানা যাবে।এ ব্যাপারে থানায় একটি অপমৃত্যু মামলা হয়েছে।