চুনারুঘাট (হবিগঞ্জ) প্রতিনিধি:
প্রতি বছরের ন্যায় এবছরও বিপুল উৎসাহ উদ্দীপনার মধ্যে দিয়ে বিশ্ব শান্তিকল্পে ২৪ প্রহর (তিনদিন) ব্যাপী শ্রীশ্রী হরিনাম সংকীর্ত্তন মহাযজ্ঞ অনুষ্ঠান হবিগঞ্জের চুনারুঘাট পৌরসভার হাতুন্ডা গ্রামে শ্রীশ্রী বাসুদেব মন্দির প্রাঙ্গণে অনুষ্ঠিত হবে।
আগামী ২৫শে জানুয়ারি বুধবার হইতে ২৭শে জানুয়ারি শুক্রবার পর্যন্ত স্বাধ্যায়যজ্ঞ, শ্রীমদ্ভাগবত গীতা আলোচনা, ধর্মসভা, ধর্মীয় সংগীতানুষ্ঠান, পদকীর্ত্তন, লীলাকীর্ত্তনসহ বিভিন্ন অনুষ্ঠানাদি অনুষ্ঠিত হবে।
আলোচকবৃন্দরা হলেন – পরমপূজ্যষ্পাদ ভক্তি স্বরূপ দামোদর মহারাজ (পুষাইনগর, কুলাউড়া), স্বামী শ্রীমৎ সঙ্গীতানন্দজী মহারাজ (টিকাটুলি, ঢাকা), পূজ্যষ্পাদ নিরঞ্জন গোস্বামী (মৌলভীবাজার), মনোজ বিকাশ দেব রায় (সিলেট), হিমাদ্রী রায় প্রান্ত (সুনামগঞ্জ), প্রফেসর নিখিল রঞ্জন ভট্টাচাযর্য (হবিগঞ্জ)। লীলাকীর্ত্তনীয়া ঈশিতা মণ্ডল (টাঙ্গাইল), পদকীর্ত্তনীয়া চারণ কবি বিনয় সূত্রধর (চুনারুঘাট)।
শুক্রবার ২৪ প্রহর ব্যাপী (তিনদিন) হরিনাম সংকীর্ত্তন মহাযজ্ঞের শুভাধিবাস। শনিবার হইতে সোমবার পর্যন্ত ২৪ প্রহর ব্যাপী (তিনদিন) শ্রীশ্রী হরিনাম সংকীর্ত্তন মহাযজ্ঞ চলবে। সোমবার শ্রীশ্রী বাসুদেব ও শ্রীমন্ মহাপ্রভুর ভোগরাগ তৎপরে মহাপ্রসাদ বিতরণ। একনাম কীর্ত্তনীয়া দলগুলো হচ্ছে – শ্রীশ্রী মদন মোহন সম্প্রদায় (চট্টগ্রাম), শ্রীশ্রী হরিনাম মন্ত্র সম্প্রদায় (নড়াইল), শ্রীশ্রী মা – আনন্দময়ী সম্প্রদায় (গোপালগঞ্জ), শ্রীশ্রী শিব ঠাকুর সম্প্রদায় (পাবনা) , শ্রীশ্রী চন্দ্রাবলী সম্প্রদায় (বরিশাল), শ্রীশ্রী বাসুদেব সংঘ (চুনারুঘাট)।
মঙ্গলবার কীর্ত্তনসহ মন্দির প্রদক্ষিণ, নগর পরিক্রমা ও হরিলুট তৎপর উৎসব সমাপন হবে।