আলমগীর কবির,মাধবপুর প্রতিনিধি :
হবিগঞ্জে মাধবপুরে হত্যার মামলায় যাবজ্জীবন সাজা ভোগের ভয়ে মাজার ও আখড়ায় ঘুরে বেড়িয়েও শেষ রক্ষা হলো না ৩ বছর পর পুলিশের হাতে গ্রেফতার হয়েছে এক হত্যা মামলার আসামি।
বৃহস্পতিবার (১৯ জানুয়ারি) রাতে তাকে উপজেলার বাঘাসুরা ইউনিয়নের ফতেহগাজি মাজার এলাকা থেকে গ্রেফতার করা হয়।
পুলিশ জানায়, মাধবপুর উপজেলার ছাতিয়াইন ইউনিয়নের এক্তিয়ারপুর গ্রামের শ্রীশ্রী রাজমোহন গোস্বামীর ছেলে দিপু সরকার যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি । ২০০৪ সালে ছাতিয়াইন এক্তিয়ারপুর এলাকায় মাতা রওশন বালা সরকারকে হত্যা মামলায় হবিগঞ্জ আদালত তাকে যাবজ্জীবন কারাদণ্ডের আদেশ দেয়। এ আদেশের পর থেকে তিনি আত্মগোপনে থাকে।
দিপু সরকার যাবজ্জীবন সাজা থেকে বাঁচতে মাজার ও আখড়ায় ফকিরের বেশ ধরে ঘুরে বেড়িয়েও শেষ রক্ষা হলো না, গোপন সূত্রে খবর পেয়ে মাধবপুর থানার অফিসার ইনচার্জ মোঃ আব্দুর রাজ্জাক নেতৃত্বে এসআই রাজীব কুমার রায় ও শুভ দে সহ বাঘাসুরা ইউনিয়নের ফতেহগাজি মাজারে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে।
মাধবপুর থানার অফিসার ইনচার্জ মোঃ আব্দুর রাজ্জাক জানান, আদালতের মাধ্যমে তাকে হবিগঞ্জ জেলা কারাগারে পাঠানো হবে।