এফ এম খন্দকার মায়া, চুনারুঘাট :
হবিগঞ্জ জেলার চুনারুঘাট উপজেলায় কেন্দ্রীয় খেলাফত মজলিসের সভাপতি প্রভাষক আব্দুল করিমের মাতার জানাজা সম্পন্ন হয়েছে।
বৃহস্পতিবার ( ১৯ জানুয়ারি) বিকাল বাদ আছর মরহুমার নিজ বাড়ীর মাঠে অনুষ্ঠিত হয়।মরহুমার জানাযার নামাজ পড়ান উনার সন্তান মাওলানা আব্দুল হাই।
বাংলাদেশ ইসলামি ছাত্র মজলিস কেন্দ্রীয় কমিটির সাবেক সভাপতি ও খেলাফত মজলিস সিলেট জোনের সহকারী পরিচালক প্রভাষক আব্দুল করিমের মাতা বার্ধক্যজনিত কারনে বুধবার রাত ১২টায় সাটিয়াজুরী ইউনিয়নের পনারগাও
উনার নিজ বাড়িতে ইন্তেকাল করেন।মরহুমার মৃত্যুতে হবিগনজ জেলাসহ উপজেলার বিভিন্ন রাজনৈতিক অরাজনৈতিক ও সামাজিক পরিবার গভীর শোক ও সমবেদনা জানান।
উল্লেখ্য, মৃত্যুকালে তিনি সাত ছেলে ও এক মেয়ে রেখে যান।
এ সময় উপস্থিত ছিলেন খেলাফত মজলিসের কেন্দ্রীয় নায়বে আমীর মাওলানা আব্দুল বাছিত আজাদ, খেলাফত মজলিস ছাত্র মজলিসের ইউনিয়ন,উপজেলা ও জেলার নেতৃবৃন্দ।