স্টাফ রিপোর্টার :
হবিগঞ্জের বাহুবলে অবৈধভাবে কৃষি জমির উপরিভাগের (টপসয়েল) কাটার অপরাধে এক ব্যাক্তিকে সাত দিনের বিনাশ্রম কারাদন্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত। গতকাল মঙ্গলবার দুপুুরে সহকারী কমিশনার (ভুমি) মোঃ রুহুল আমীন ভ্রাম্যমান আদালতের মাধ্যমে এ কারাদন্ড প্রদান করেন।
তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার ভাদেশ্বর ইউনিয়নে অবৈধভাবে বাণিজ্যিক উদ্দেশ্যে এস্কেবেটর দিয়ে কৃষি জমির উপরিভাগের (টপ সয়েল) মাটি উত্তোলনের অপরাধে পূর্বজয়পুর গ্রামের মকছুদ আলীর ছেলে মোঃ ফারুক মিয়াকে (৩৫) সাত দিনের বিনাশ্রম কারাদন্ড প্রদান করা হয়েছে। অভিযানকালে কামাইছড়া পুলিশ ফাড়ির একদল পুলিশ সদস্য সহায়তা প্রদান করেন।