মাধবপুর(হবিগঞ্জ)প্রতিনিধি :
হবিগঞ্জের মাধবপুরে মাদ্রাসার বাথরুমের ভীতরে ভেন্টিলেটর এর সঙ্গে ফাঁস লাগিয়ে ৯ম শ্রেনীর ছাত্রী মোছাঃফাহিমা আক্তার(১৫) আত্মহত্যা করেছে।তবে এ মৃত্যুকে ঘিরে এলাকাবাসীর মধ্যে নানান প্রশ্ন দেখা দিয়েছে।
রবিবার (১৫জানুয়ারি) সকালে মাধবপুর থানার পুলিশ মাদ্রাসার বাথরুমের দরজা ভেঙ্গে ছাত্রীর ঝুলন্ত অবস্থায় লাশ উদ্ধার করে। সে উপজেলার নোয়াপাড়া ইউ/পির রতনপুর জামিয়া আরাবিয়া হাবিবীয়া টাইটেল মহিলা মাদ্রাসার ছাত্রী ও পাশ্ববর্তী ব্রাহ্মনবাড়ীয়া জেলার নাসিরনগর উপজেলার শ্রীঘর গ্রামের মোঃসফল মিয়ার মেয়ে।
মাধবপুর থানার উপপরিদর্শক রাজিব রায় জানান,রবিবার সকাল সাড়ে ৭ টার দিকে ওই ছাত্রী বাথরুমে গিয়ে ভেতর থেকে দরজা আটকিয়ে গলায় উড়না পেচিয়ে ভেন্টিলেটরের রডের সঙ্গে বেধে আত্মহত্যা করে।খবর পেয়ে পুলিশ লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হবিগঞ্জ সদর হাসপাতালের মর্গে পাঠিয়েছে।
ওই ছাত্রীর পিতা মোঃসফল মিয়া জানান,তার ছোট মেয়ে সহ মোছাঃফাহিমা আক্তার ওই মাদ্রাসায় থেকে লেখাপড়া করতো।সম্প্রতি ফাহিমা আক্তার অনেকটা মানুষিক রোগে ভুগছিল(জ্বীনের আঁচড়) পড়ে! তার রোগ সারাতে চুনারুঘাট উপজেলার কালিশিড়ি গ্রামের এক কবিরাজের কাছে গিয়ে তার ঝাড়ফুঁক, তেল পড়া,কবজ এনে দেই কিন্ত তার এই মানুষিক সমস্যা দূর হয়নি।তার বোন আকিমা আক্তার ও অন্যান্য ছাত্রীদের অজ্ঞাতে রোববার সকালে বাথরুমে গিয়ে দরজা বন্ধ করে আত্মহত্যা করেছে।