মাধবপুর(হবিগঞ্জ)প্রতিনিধি :
হযরত আহসান উল্লাহ শাহ সাহেবের খেলাফত প্রাপ্ত ইসলামপুর দরবার শরীফের প্রতিষ্ঠাতা হযরত শেখ মতিউর রহমান শাহ (রহঃ) এর ৯৫ তম বাৎসরিক পবিত্র ওরশ মোবারক ওয়াজ মাহফিল সম্প্তা হয়েছে।
হযরত আহসাউল্লাহ এতিমখানার প্রতিষ্ঠাতার ইসলামপুর দরবার শরীফের পীরানে পীর হযরত মোহাম্মদ রফিকুল ইসলাম(রহঃ) রফু মিয়ার সাহেবজাদা গদ্দিনেশিন পীর সাহেব আলহাজ্ মাওলানা ফয়সাল মাহমুদ জানান, প্রতিষ্ঠাতা বার্ষিকীর ওরশ উপলক্ষ্যে বৃহস্পতিবার সারারাত দেশবরণ্য আলেমওলামা পীরমাশায়েক ওয়াজ ও হালকায়ে যিকির করেন।
শুক্রবার ভোররাতে ফজরের নামাজের পর মুসলিম উম্মাহ ও দেশের জন্য বিশেষ মোনাজাত করা হয়। ওরশ মাহফিলে দরবার শরীফে হাজার হাজার ভক্ত মুরিদান, আশেকান ও দাওয়াতি মেহমান অংশগ্রহন করেন।