এফ এম খন্দকার মায়া, চুনারুঘাট :
হবিগঞ্জ জেলার চুনারুঘাট উপজেলায় অবসরপ্রাপ্ত শিক্ষক শফিকুর রহমানের বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (১২ জানুয়ারি) সকালে শাকির মোহাম্মদ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক মিলনায়তন কক্ষে ম্যানেজিং কমিটির সভাপতি জালাল উদ্দীনের সভাপতিত্বে সহকারী শিক্ষক কামাল উদ্দিনের সঞ্চালনায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মোহাম্মদ মাসুদ রানা,বিশেষ অতিথি সহকারী শিক্ষা কর্মকর্তা খোরশেদ আলম,ম্যানেজিং কমিটির সহ সভাপতি ভিংরাজ মিয়া।
শাকির মোহাম্মদ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের উদ্যোগে উক্ত স্কুলের প্রধান শিক্ষক শফিকুর রহমানের বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে। এসময় উপস্থিত শিক্ষা কর্মকর্তা, ম্যানেজিং কমিটি নেতৃবন্দসহ শিক্ষকগণ উপস্থিত থেকে আবেগগণ বক্তব্য রাখেন।বিদায়ী ও সংবর্ধিত শিক্ষক শফিকুর রহমান শ্রীবাউর বালক সরকারি প্রাথমিক বিদ্যালয়ের এক দশক সহকারী প্রধান শিক্ষক থেকে প্রধান শিক্ষকের পদন্নোতি নিয়ে শাকির মোহাম্মদ সরকারি প্রাথমিক বিদ্যালয়ে চৌদ্দ বছরের শেষ কর্মদিবসে নিজেকে যেন কিছুতেই বিদায়ী মানতে পারছিলেন না।ব্যতিত বিদায়ী মুহূর্তে সহকর্মী ছাত্রছাত্রীদের উদ্দেশে তিনি দিকনির্দেশনা ও অনুতপ্ততা প্রকাশ করেন।বিদায়ী শিক্ষক শফিকুর রহমান উপজেলার সদর ইউনিয়নের পাঠ্রাশরীফ গ্রামের সন্তান।
এসময় উপস্থিত ছিলেন শাকির মোহাম্মদ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক কর্মকর্তা কর্মচারী, অভিভাবক ও ছাত্রছাত্রীগণ।