মাধবপুর প্রতিনিধি :
মাধবপুর উপজেলা আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সভাপতি শাহজাহানপুর ইউনিয়নের একাধিক বারের চেয়ারম্যান আব্দুর রাজ্জাক মারা গেছেন। তার বয়স হয়েছিল ৭০বছর বৃহস্পতিবার দুপুরে তেলিয়াপাড়া নিজ বাসভবনে তিনি মারা যান।
তিনি দীর্ঘদিন ধরে নানা রোগে ভুগছিলেন। ২ স্ত্রী ৪ ছেলে ও ২ মেয়ে সহ অসংখ্য গুনগ্রাহী ও আত্মীয় স্বজন রেখে গেছেন।
তার মৃতুতে শোক জানিয়েছেন বেসামরিক বিমান ও পর্যটন প্রতিমন্ত্রী এডঃ মাহবুব আলী এমপি, জেলা আওয়ামীলীগ সভাপতি এডঃ আবু জাহির এমপি, জেলা আওয়ামীলীগের সাবেক সভাপতি জেলা পরিষদ চেয়ারম্যান ডা. মুশফিক হোসেন চৌধুরী, জেলা আওয়ামীলীগের সাবেক সাধারন সম্পাদক এডঃ আব্দুল মজিদ খান এমপি, জেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক এড. আলমগীর চৌধুরী, জেলা আওয়ামীলীগের যুগ্ম সাধারন সম্পাদক সাবেক উপজেলা চেয়ারম্যান জাকির হোসেন চৌধুরী অসীম, সাবেক মেয়র বীরমুক্তিযোদ্ধা শাহ মোঃ মুসলিম, উপজেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক চেয়ারম্যান আতিকুর রহমান সহ বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠন শোক ও সমবেদনা জানিয়েছেন।