ক্রীড়া ডেস্ক :
ডিফেন্ডিং চ্যাম্পিয়ন কুমিল্লাকে হারিয়ে হ্যাটট্রিক জয় তুলে নিয়েছে মাশরাফীর সিলেট। কুমিল্লা ভিক্টোরিয়ান্সের বিপক্ষে তৌহিদ হৃদয় ও জাকির হাসানের দুর্দান্ত জুটিতে ভর করে তারা জয় পেয়েছে ৫ উইকেটে।
কুমিল্লার দেয়া ১৫০ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে ৫ উইকেট হারিয়ে ও ১৪ বল হাতে রেখেই জয়ের বন্দরে তরী ভেড়ায় সিলেট।
এটি চলতি বিপিএলে টানা তৃতীয় জয় সিলেটের।
আবহাওয়া বদলের সঙ্গে সঙ্গেই বদলে গেছে বাংলাদেশ প্রিমিয়ার লিগের প্রথম ম্যাচের দৃশ্য। শীতের তীব্রতা কাটতেই যেন খোলস ছেড়ে বেরিয়ে এসেছেন ক্রিকেটাররা। প্রথম দুই দিনের প্রথম ম্যাচ লো স্কোরিং হলেও তৃতীয় দিনে এসে শেরে বাংলায় রান পেয়েছে দুই দলই।
কুমিল্লার দেয়া চ্যালেঞ্জিং লক্ষ্যে ব্যাট করতে নেমে ইনিংসের দ্বিতীয় ওভারেই ওপেনার মোহাম্মদ হারিসকে হারায় সিলেট। এরপর নাজমুল হোসেন শান্তকে নিয়ে ইনিংস মেরামতে নামেন তৌহিদ হৃদয়।
শান্ত আগের দুই ম্যাচে দুর্দান্ত পারফর্ম দেখালেও তৃতীয় ম্যাচে এসে মাঠ ছাড়েন ২১ বলে ১৯ করে। সঙ্গীর বিদায়ে বিন্দুমাত্র বিচলিত না হয়ে মারকুটে ব্যাটিং অব্যাহত রাখেন হৃদয়। জাকিরকে সঙ্গে নিয়ে এগিয়ে নিয়ে যেতে থাকেন দলকে।
১০ বলে ২০ করে জাকির মাঠ ছাড়লেও ব্যক্তিগত অর্ধশতক ঠিকই তুলে নেন হৃদয়। কিন্তু তাকেও থামতে হয় ৩৭ বলে ৫৬ করে।
শেষে মুশফিকুর রহিমের ২৫ বলে ২৮ আর আকবর আলির ৪ বলে ৬ রানের সুবাদে ১৪ বল হাতে রেখেই জয় পেয়ে যায় সিলেট।
এর আগে শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে টসে হেরে ব্যাট করতে নেমে জাকের আলির ৪৩ বলে ৫৭, ডাওয়িড মালানের ৩৯ বলে ৩৭ আর সৈকত আলির ১২ বলে ২০ রানের সুবাদে ৬ উইকেট হারিয়ে সিলেটের সামনে ১৪৯ রানের পুঁজি দাঁড় করায় কুমিল্লা।
সিলেটের হয়ে ২টি করে উইকেট নেন মোহাম্মদ আমির ও থিসারা পেরেরা। মাশরাফী বিন মোর্ত্তজা ও ইমাদ ওয়াসিমের ঝুলিতে যায় ১টি করে উইকেট।